ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাজারেরও বেশি লেগ স্পিনার আফগানিস্তানে

হাজারেরও বেশি লেগ স্পিনার আফগানিস্তানে

‘ডান হাতে রশিদ, বাম হাতে নুর! জয়পুরে চলছে আফগান জাদু!’- রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানদের ওপর আফগানিস্তানের দুই লেগ স্পিনারের দাপট দেখে ধারাভাষ্য কক্ষে বলছিলেন হার্শা ভোগলে। ম্যাচ শেষে তাকে বিস্ময়ের সাগরে ভাসিয়ে রশিদ বলেছেন, আফগানিস্তানে আছে এমন ১ হাজারের বেশি লেগ স্পিনার! জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে গত শুক্রবার রাজস্থানকে স্রেফ ১১৮ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটে জিতেছে গুজরাট টাইটান্স। জাদুকরী রিস্ট স্পিনে স্রেফ ৩৯ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন দুই আফগান রশিদ ও নুর আহমেদ। ১৪ রানে ৩ উইকেট পাওয়া রশিদের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

টি-টোয়েন্টি ম্যাচের একাদশে একজন লেগ স্পিনার পেলেই বর্তে যায় যে কোনো দল। সেখানে গত ছয় ম্যাচ ধরে একজন ডানহাতি ও একজন বাঁহাতি লেগ স্পিনার নিতে পারছে গুজরাট। সমান তালে পারফর্ম করছেন দুজন। এই ৬ ম্যাচে রশিদের শিকার ৯ উইকেট। তার স্বদেশি নুর ধরেছেন ১০টি। এখন পর্যন্ত সব মিলিয়ে ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি রশিদ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচ বাদ দিলে, বাকি সবকয়টিতে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলেছেন ২৪ বছর বয়সি বোলার।

রশিদের সঙ্গে জুটি বেঁধে নুরও ছুটে চলেছেন দুর্বার গতিতে। রাজস্থানের বিপক্ষে ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১৮ বছর বয়সি নুরের প্রশংসা করছিলেন রশিদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত