৩৩ বছর পর শিরোপা জয়ের উন্মাতাল উৎসব চলছে নেপলসে

প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

৩৩ বছর পর শিরোপা জয়ের উন্মাতাল উৎসব চলছে নেপলসে। ব্যাপারটা কাকতালীয় হলেও বেশ কৌতূহল জাগানিয়া বটে। আর্জেন্টিনা যে বছর বিশ্বকাপ জেতে তার পরের বছরই লিগ শিরোপা জেতে ইতালিয়ান ক্লাব নাপোলি। একবার ঘটলে উড়িয়ে দেয়া যেতো, কিন্তু একই ঘটনা ঘটল দুবার। ১৯৮৭ সালে নিজেদের ক্লাবের ইতিহাসে প্রথম লিগ শিরোপা জেতে নাপোলি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ডিয়াগো ম্যারাডোনার হাত ধরে সেই শিরোপা আসে নেপলসের ক্লাবটিতে। ঠিক তার আগেরই বছরই ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেন ম্যারাডোনা। এবারও ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের তৃতীয়বারের মতো বিশ্ব ফুটবলের রাজার আসনে অধিষ্ঠিত করে। আর ২০২৩ সালে এসে নিজেদের তৃতীয় লিগ শিরোপার দেখা পায় নাপোলি।