সাত বছর পর ঢাকায় আবার হ্যান্ডবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট

প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সাত বছর পর ঢাকায় আবার হ্যান্ডবলের আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাও দুটি, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৭ বয়সভিত্তিক। ১৩ মে শহিদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে চারজাতির বঙ্গবন্ধু আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন ট্রফির মহিলা বিভাগের দক্ষিণ এশিয়া অঞ্চলের পর্বে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, নেপাল ও মালদ্বীপ। গতকাল বিকালে হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে প্রতিযোগিতার লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি * সংগৃহীত