এক শর্তে ভারতে যাবে পাকিস্তান!

প্রকাশ : ০৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আগামী অক্টোবরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বৈশ্বিক ইভেন্টে পাকিস্তান অংশ নেবে কি নেবে না, ধোঁয়াশা বেড়ে চলেছে। কারণ, আসন্ন এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে নারাজ ভারত। সেক্ষেত্রে হাইব্রিড মডেলের প্রস্তাব উঠেছে, ভারত তাদের ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে ও পাকিস্তান খেলবে নিজ দেশে। বিশ্বকাপেও দুই দেশের ম্যাচ নিয়ে এমন পরিকল্পনা। ভারত খেলবে নিজ দেশে এবং পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে। তবে জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, একটি শর্তে ভারতে বিশ্বকাপ খেলবে পাকিস্তান। শর্ত হলো, ভারতীয় ক্রিকেট দলকে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে হবে। আর এই ব্যাপারে বিসিসিআই সেক্রেটারি ও এসিসি প্রধান জয় শাহকে ‘লিখিত অঙ্গীকার’ দিতে হবে। তারপরই ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে পিসিবি।

এদিকে এসিসি এখনও এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করেনি। কারণ, ভারতের পাকিস্তানে যেতে অনাগ্রহ। আর এই ব্যাপারে পিসিবি প্রধান নাজাম শেঠীকে কঠোর অবস্থান নিতে বলা হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। বিশ্বস্ত সূত্র অনুযায়ী, সোমবার (আজ) দুবাই যাবেন নাজাম। সেখানে এসিসি ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।