কম্বোডিয়ায় খেলে ব্যাঙ্গালুরু সাফে

প্রকাশ : ০৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

৩ জুন শেষ হবে প্রিমিয়ার লিগ। পর দিনই সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে নেমে পড়বেন জামাল-জিকোরা। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত প্রতিযোগিতায় মাঠের লড়াই শুরুর আগে কম্বোডিয়ার বিপক্ষে জাতীয় দলকে প্রস্তুতি ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দল কমিটি। নমপেনে ম্যাচটি হবে ১৫ জুন- গতকাল বৈঠক শেষে জানান কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

গত মার্চে সিশেলসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সিলেট স্টেডিয়ামে প্রথমটিতে ১-০ গোলে জিতলেও পরেরটিতে একই ব্যবধানে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল।

সিশেলসের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবে প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সাফের প্রস্তুতি দেশের বাইরে নয়, বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় হবে বলে জানিয়েছেন কাজী নাবিল আহমেদ, ‘চলমান প্রিমিয়ার লিগ শেষ হবে ৩ জুন ও ৪ জুন ট্রেনিং ক্যাম্প শুরু হবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে ক্যাম্প। দল কাছাকাছি হোটেলে থাকবে। প্রীতি ম্যাচ খেলার জন্য বেশ কিছু ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। শেষ পর্যন্ত ফিফা উইন্ডোর মধ্যেই ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করতে পেরেছি। কম্বোডিয়ায় কয়েক দিন ট্রেনিংয়ের পর ১৬ জুন বেঙ্গালুরুর উদ্দেশে নমপেন ছাড়বে দল।’ গত বছর সেপ্টেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। নমপেনে সেই ম্যাচটি লাল-সবুজ জার্সিধারীরা জিতেছিলেন ১-০ গোলে। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্দশ আসর আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হয়ে ৩ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।