ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আরেকটি ফাইনালের অপেক্ষায় আনচেলত্তি

আরেকটি ফাইনালের অপেক্ষায় আনচেলত্তি

লা লিগার শিরোপা রিয়াল মাদ্রিদের হাতছাড়া হতে চলেছে। তবে ক্লাব বিশ্বকাপ জিতেছে তারা। এবার ধরা দিল লম্বা সময় পর কোপা দেল রের ট্রফি। ফাইনালে গত শনিবার রাতে ওসাসুনাকে ২-১ গোলে হারায় আনচেলত্তির দল। কোপা দেল রে জয়ের পর রিয়াল কোচ বলেছেন, এখন তাদের ভাবনায় ম্যানচেস্টার সিটির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল জিতে আরেকটি ফাইনালে পা রাখা। ওসাসুনার বিপক্ষে ম্যাচ শেষে গ্যালারিতে রিয়াল মাদ্রিদ সমর্থকদের ‘আলা মাদ্রিদ, আলা মাদ্রিদ’ গান ও স্লোগানে প্রকম্পিত চারপাশ। মাঠের মাঝখানে দাঁড়িয়ে কণ্ঠ মেলালেন কার্লো আনচেলত্তিও। হাত উঁচিয়ে গলা ফাটিয়ে বিজয় সঙ্গীতে সামিল তিনিও। ফাইনাল জয়ের আবেগের প্রকাশ যেমন তাতে ফুটে পড়ল, তেমনি কিংবদন্তি এই কোচের চোখেমুখে খেলে গেল তৃপ্তির ছাপও। এই দফায় রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব নেয়ার পর দুই মৌসুমেই তার জেতা হয়ে গেল সবকিছু! গত মৌসুমে দলকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেন তিনি। স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপও জয় করে তার দল। তবে কোপা দেল রেতে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে রিয়াল। শুধু কোপা দেল রে জেতা বাকি ছিল। ঘুচল সে অপূর্ণতাও। তবে ক্লাব ফুটবলের নিয়ত ধাবমান জগতে তৃপ্তির ঢেঁকুর তুলে বসে থাকার জো নেই। প্রতিটি মৌসুম, প্রতিটি আসর নতুন চ্যালেঞ্জ। কোপা দেল রের জিতে রিয়াল কোচ যেমন বলছেন, এখন তার ভাবনায় ম্যানচেস্টার সিটিকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা। সব মিলিয়ে নতুন দফার দায়িত্বে দুই মৌসুম শেষ হওয়ার আগে সম্ভব সব ট্রফি জয়ের স্বাদ পেলেন আনচেলত্তি। সেই তৃপ্তি ঝংকার তুলল তার কণ্ঠে। ফাইনালে যদিও লড়তে হয়েছে অনেক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত