রিয়াল-ম্যানসিটি সেমিতেই ফাইনাল

প্রকাশ : ০৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

বায়ার্ন মিউনিখ ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায়, ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। কিন্তু দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জার্মান জায়ান্ট বায়ার্নকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রেখেছে সিটিজেনরা। আসরের প্রথম সেমি ফাইনালে আজ রাতে তাদের প্রতিপক্ষ মহাশক্তিধর রিয়াল মাদ্রিদ, যারা গত মৌসুমে সেমিফাইনাল থেকে সিটিকেই বিদায় করেছিল। অনেকের মতে, রিয়াল-সিটি সেমি ফাইনালই আসলে ফাইনাল; এ সেমিফাইনালে জয়ী দলই শিরোপার ফেভারিট। কারণ অন্য সেমিতে মুখোমুখি হচ্ছে এসি মিলান ও ইন্টার মিলান। ইতালির দুই ক্লাবের চেয়ে রিয়াল ও সিটি ধারেভারে সবদিক থেকে এগিয়ে। মিলান শহরের যে দল ফাইনালে উঠুক, রিয়াল-সিটি সেমির বিজয়ীরই ১০ জুন ইস্তাম্বুলে ইউরোপের ঐতিহ্যবাহী রুপালি ট্রফি উঁচিয়ে ধরার সম্ভাবনা বেশি।

অবিশ্বাস্য নাটকীয়তায় গত আসরে সিটির প্রায় মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। আবার সেই সেমিতে রিয়ালের মুখোমুখি ম্যানসিটি। হৃদয়ভাঙা হারের জবাব দিতে মুখিয়ে আছে সিটিজেনরা। বুধবার রাতে বায়ার্নকে টপকে সেমি নিশ্চিত করার পরই সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা গত মৌসুমের হারের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন।

শেষ দিকের মিনিট পাঁচেক বাদ দিলে লিডস ইউনাইটেডের ওপর সারাক্ষণ ছড়ি ঘোরায় ম্যানচেস্টার সিটি। কাঙ্খিত জয়ও পায় পেপ গার্দিওলার দল। এবার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগের আঙিনায় যারা অভিজ্ঞতার পাল্লায়, সাফল্যের দ্যুতিতে বরাবরই দুর্বার। তবে সিটি কোচ আশাবাদী।