সম্মান ফেরাতে পারবেন সোহাগ!

প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

জালিয়াতি ও মিথ্যাচারসহ ফিফার অন্তত চারটি আইন লঙ্ঘন করার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছিল ফিফা। নিষেধাজ্ঞার এই ঘটনায় দেশের সম্মানহানি হয়েছে বলে মনে করেন খোদ সোহাগ, সম্মান ফিরিয়ে আনার কথা বলেছেন। নিষেধাজ্ঞার বিষয়ে গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাফুফের সাবেক এ সাধারণ সম্পাদক বলেন, ‘সময় সব কিছুর উত্তর দেবে। আমি আশা করি নিজের সম্মান, বাংলাদেশের সম্মান ফিরিয়ে আনতে পারব।’ দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে জড়িত হলেও সোহাগ পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে। তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ফুটবলকে ভালোবেসে ফুটবল ফেডারেশনে কাজ করেছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোহাগের আইনজীবী আজমুমুল হোসেন কেসি। সোহাগের বিষয়টি নিয়ে ৫ মে আন্তর্জাকিত ক্রীড়া আদালতে আপিল করেন তিনি। এ সম্পর্কে আজমামুল বলেন, ‘২০১৭-২০ সাল পর্যন্ত বাফুফের ক্রয় কমিটি ও নীতিমালা ছিল না। ফিফার নির্দেশেই সব কিছু হয়েছে।