ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক হ্যান্ডবল শুরু কাল

বঙ্গবন্ধু আন্তর্জাতিক হ্যান্ডবল শুরু কাল

চার জাতির বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (ইয়ুথ ও জুনিয়র) হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু হবে আগামীকাল। শহিদ এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, নেপাল ও মালদ্বীপ। শক্তি-সামর্থ্যে ভারত হট ফেভারিট হলেও ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। গতকাল বিওএ অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে জানান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম, কো-চেয়ারম্যান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ও মিডিয়া কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন। পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টের জুনিয়র (অনূর্ধ্ব-১৯) ও ইয়ুথ (অনূর্ধ্ব-১৭) দুই বিভাগে এই চার দেশের আটটি দল খেলবে। দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে মেয়েদের হ্যান্ডবল বেশ জনপ্রিয়। বিশেষ করে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। এই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী শাহনাজ পারভীন মালেকা ও ময়না জাতীয় হ্যান্ডবল দলের অধিনায়ক ছিলেন। তাদের অনুজ মোসাম্মৎ মারফি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক; পড়ছেন দশম শ্রেণিতে বাবা পাথর শ্রমিক; হ্যান্ডবলে তার মতো পাথরশ্রমিকের মেয়ে আছে আরও বেশ কয়েকজন। আছেন কৃষক পরিবারের মেয়েও। আইএইচএফ হ্যান্ডবলে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ (৫ জন) ও অনূর্ধ্ব-১৯ (৪ জন) দলে পঞ্চগড়ের মেয়ে আছেন ৯ জন। টুর্নামেন্টে দেশের ভাবমূর্তি বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করতে চান মারফি, বলেন, ‘প্রস্তুতির সময় পেয়েছি খুব কম। তাই রমজানের মধ্যেও ক্যাম্পে ছিলাম। ঈদও কেটেছে ক্যাম্পে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত