ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১৬৭ স্ট্রাইকরেটে ৫৭৫ রান জয়সওয়ালের!

১৬৭ স্ট্রাইকরেটে ৫৭৫ রান জয়সওয়ালের!

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে আইপিএলে, তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলা জসশ্বী জয়সওয়াল। মাত্র ২১ বছর বয়সের এই তরুণ নান্দনিক ব্যাটিংয়ে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। মুম্বাইয়ের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেঞ্চুরি। গত বৃহস্পতিবার কলকাতার বিপক্ষে ইডেন গার্ডেনে সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে অপরাজিত থাকাণ্ড এসবই দর্শক থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধাদের মুগ্ধ করেছে। সবাই বলছে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা এসে গেছেন। ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের ছুড়ে দেয়া ১৫০ রান তাড়া করতে নেমে ঝড় বইয়ে দেন, মাত্র ১৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ফিফটি করেন। যা আইপিএলের ইতিহাসে দ্রুততম। শেষ পর্যন্ত ৪৭ বলে অপরাজিত ৯৮* রান। মুম্বাইয়ের বিপক্ষে করেছিলেন ৬২ বলে ১২৪। কলকাতাকে হারানোর পর জয়সওয়াল বলেন, ‘ইনিংসটা অনেক দিন মনে থাকবে। খুব আগ্রাসী ইনিংস খেলেছি। ব্যাট করতে নামার সময় মনে হয়েছিল, আমার হাতে সময় খুব কম। হঠাৎই মনে হলো, সব ঠিকঠাকই যাচ্ছে। তাই ঠিক করলামণ্ড মেরে খেলব। এটা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংস।’ আসরের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দুই নম্বরে আছেন জয়সওয়াল। ৫২.২৭ গড়, ১৬৭.১৫ স্ট্রাইকরেটে তার রান ৫৭৫। ১ রান বেশি করে শীর্ষে ফাফ ডুপ্লেসিস। সাফল্যের রহস্য নিয়ে জয়সওয়াল বলেন, ‘নির্দিষ্ট রুটিন এবং সেটা অনুসরণ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। নিজের ফোকাস সব সময় সেটার ওপরেই রাখার চেষ্টা করি। প্রতিটা ম্যাচ থেকে কিছু না কিছু শিখি। নিজের খেলাকে এগিয়ে নিয়ে যেতে হলে এর থেকে ভালো উপায় নেই। আমি সব ধরনের শট খেলতে পারি। সব সময় ফিট রাখার চেষ্টা করি।’ আইপিএলে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা আগেই পেয়েছিলেন যশস্বী জয়সাল। কিন্তু তার সেঞ্চুরির দিনেও হেরেছিল রাজস্থান রয়্যালস।

দ্রুততম ফিফটি ও আইপিএলের শুরু থেকে অসাধারণ ব্যাটিং করা জয়সাল ভাসছেন প্রশংসার জোয়ারে। ভারতের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি তার প্রশংসা করে ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেন, ‘বাহ, সাম্প্রতিককালে আমার দেখা অন্যতম সেরা ব্যাটিং। কী দারুণ প্রতিভা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত