‘অলিখিত’ ফাইনালের আগে নির্ভার

প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

যতটা উত্তেজনা থাকা উচিত, ততটাই রয়েছে ২০২২-২৩ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। লিগের শিরোপা নির্ধারণ হবে একেবারে শেষ রাউন্ডে। শিরোপার হাতছানি মুখোমুখি আবাহনী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামালের সামনে। দুই দলই সমানে সমান, পুরো লিগে দুই দলই ১৩টি করে জয় ও দুটি করে ম্যাচ হেরেছে। ১৫ রাউন্ড শেষে সমান ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ওপরে তারা। গত শনিবার অলিখিত ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের কাছ থেকে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে আবাহনী। কাগজে-কলমে শক্তিশালী দল আবাহনীর বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে কোনো চাপ নিচ্ছেন না শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম আজ দুই দলের অলিখিত এই ফাইনাল ম্যাচটি হবে। ফাইনালে লড়াইয়ের আগে গতকাল শুক্রবার মিরপুরে অনুশীলন করেছে দুই দলই। অনুশীলন শেষে শেখ জামালের অধিনায়ক সোহান জানিয়েছেন শিরোপা ধরের রাখার মিশন সফল করতে আত্মবিশ্বাসী তার দল। তিনি বলেন, ‘আসলে চাপ নেয়ার কিছু নেই। যেটা আপনারা বললেন যে, আমরা হয়তো কাগজে-কলমে খুব ভালো একটা দল ওভাবে ছিলাম না, কিন্তু আল্টিমেটলি সবাই ভালো করছে। আমরা যে প্রসেসটা ফলো করে এসেছি, সেটাই ফলো করার চেষ্টা করব। যে যেখানে যেভাবে পারফর্ম করার চিন্তা করছে, যেটা বললাম ব্যক্তিগত চিন্তা না করে দলের চিন্তা করা। আপনি যদি পুরো টুর্নামেন্ট দেখেন, কারো একার জন্য কিন্তু দল এখানে আসেনি। সবারই কিছু না কিছু অবদান আছে। যার যেদিন পারফরম্যান্স করার প্রয়োজন ছিল, সে-ই অবদান রাখছে। ওই ব্যাপারটাই শেষ ম্যাচে করার চেষ্টা করব।’

গত মৌসুমেও আবাহনীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল শেখ জামাল। চলতি মৌসুমের প্রথম রাউন্ডেও আবাহনীকে হারের তেতো স্বাদ দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। গত শনিবারও ঠিকঠাক কাজগুলো সম্পন্ন করে এমন কিছু করার লক্ষ্য সোহানের, ‘অবশ্যই, আপনি দেখেন যে একটা একটা আলাদা দিন। আমার কাছে মনে হয় অতীত বা ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করার সময় নেই। আমরা নির্দিষ্ট দিনে কেমন করছি, কে কোথা থেকে কার কাজটা কতটুকু ভালোভাবে করতে পারছে এটাই গুরুত্বপূর্ণ। সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’