ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লরিসও যাচ্ছেন সৌদি ক্লাবে?

লরিসও যাচ্ছেন সৌদি ক্লাবে?

বিশ্বের বড় বড় ফুটবল তারকাদের পেতে উঠেপড়ে লেগেছে সৌদি আরবের ক্লাবগুলো। এরই মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরের হয়ে খেলছেন। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেতে মাঠে নেমেছে আল হিলাল। এবার শোনা যাচ্ছে, ফ্রান্সের সাবেক তারকা গোলকিপার হুগো লরিসকেও নাকি মোটা অংকের প্রস্তাব দিয়েছে সৌদি আরবের একটি ক্লাব।

গত বছর কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৬ বছর বয়সী লরিস। ২০১২ সাল থেকে তিনি খেলছেন ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার্সের হয়ে। ক্লাবটিতে তিনি এখন সাপ্তাহিক ১ লাখ পাউন্ড বেতন পান। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ দাবি করেছে, টটেনহামে লরিস এখন যে বেতন পান, সৌদি আরবের ঘরোয়া ফুটবলে খেললে তার তিন গুণ বেশি বেতন পাবেন! তার মানে প্রায় ৩ লাখ পাউন্ড। লরিসের সময় এখন ভালো যাচ্ছে না। চোটে মাঠের বাইরে আছেন। এ আগে ভালো ফর্মেও ছিলেন না। গত ২৩ এপ্রিল লরিসের খেলা সর্বশেষ ম্যাচটিতে টটেনহ্যাম ৬-১ গোলে হেরেছে নিউক্যাসলের কাছে! ২১ মিনিটে পাঁচ গোল খেয়েছিল টটেনহ্যাম! তাই ক্লাবটি এখন লরিসের বিকল্প খুঁজছে। বাস্তবতা মেনে নিয়েই লরিস নাকি এখন সৌদি ক্লাবের প্রস্তাব ভেবে দেখছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত