এশিয়া কাপ

ইউরোপে আয়োজনের প্রস্তাব পিসিবির

প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ভারত এশিয়া কাপ খেলতে না এলে তাদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তানও। এমন অবস্থায় এশিয়া কাপ নিয়ে যেমন শঙ্কা জেগেছে, তেমনি বিলম্ব হচ্ছে বিশ্বকাপের সূচি ঘোষণায়ও। পিসিবি প্রধান নাজাম শেঠি দিয়েছিলেন একটি অন্যরকম সমাধান। বাংলাদেশ ও শ্রীলঙ্কা পিসিবির হাইব্রিড মডেলের বিপক্ষে অবস্থান নিয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, ভন্ডুল হয়ে যেতে পারে এশিয়া কাপের আসরই।

নাজাম শেঠি অবশ্য আশাবাদী। এশিয়া কাপ নিয়ে আরও একটি নতুন প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব অনুযায়ী এবারের এশিয়া কাপ হতে পারে ইউরোপে। ইউরোপে বলতে নাজাম শেঠি মূলত বলেছেন ইংল্যান্ডের কথা। পিসিবি প্রধান স্পোর্টস আওয়ারকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘ইংল্যান্ড এশিয়া কাপের ভেন্যু হতে পারে।’