ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তদন্তে কতটা অগ্রগতি?

তদন্তে কতটা অগ্রগতি?

বাফুফের সাবেক সাধারণ সম্পাদকের আর্থিক অনিয়ম নিয়ে গঠিত তদন্ত কমিটি গতকাল তৃতীয় সভায় বসেছিল। তদন্ত কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ সভা শেষে জানালেন অগ্রগতির কথা। বাফুফে ভবনে ঘণ্টা কয়েকের সভায় চারজন বেতনভুক্ত নির্বাহীকে ডাকা হয়েছিল। সভা শেষে তদন্ত কমিটির প্রধান কাজী নাবিল বলেছেন, ‘আমরা আবারও বসেছিলাম, চলমান কাজের অগ্রগতি হচ্ছে।’ ফিফার অভিযোগ নিয়ে তদন্তের কথা জানালেন কাজী নাবিল, ‘ফিফার যে অভিযোগ, সেগুলো নিয়ে অধিকতর তদন্তের কাজ করছি। আরও কয়েকটি অভিযোগ, কাগজ-পত্র পরীক্ষা করা, এ সংক্রান্ত আমাদের যে স্টাফ আছে, তাদের সাথে কথা বলা, ইত্যাদি করেছি। আমাদের স্বাভাবিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের হাতে সময় আছে, সেহেতু ধীরে ধীরে প্রতিটি বিষয় পরীক্ষা করে দেখছি।’ বেতনভুক্ত নির্বাহীদের সঙ্গে কথা প্রসঙ্গে কাজী নাবিল বলেছেন, ‘আজকে আমরা চার জনের সাথে কথা বলছি। সবাই ম্যানেজমেন্ট লেভেলের পজিশনে আছে। প্রয়োজনের তাগিদে আমরা কথা বলছি। আমরা যে সমস্ত কাগজ দেখছি, সে সংক্রান্ত প্রশ্নগুলো আসছে, সেগুলো জিজ্ঞেস করছি, ধীরে ধীরে এর পরিধি আরো বাড়তে পারে।’

নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী কাজী নাবিল, ‘ফাইন্ডিং নিয়ে এখন কথা বলতে পারব না। তদন্ত শেষে বলতে পারবো। এখন পর্যন্ত যতটুকু পেয়েছি, কাজ করে যাচ্ছি। ফাইন্ডিংসের এখনও আমাদের দেরি আছে। ৩০ কার্যদিবস গণনা করলে, সেটা জুনের মাঝামাঝি হয়, আশা করছি আমরা সে সময়ের মধ্যে কাছাকাছি সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারব।’ তদন্তের পরিধি বাড়তেও পারে বলে তিনি জানালেন, ‘এ মুহূর্তে আমরা আমাদের ভেতরে যে তথ্য আছে, সেগুলো খতিয়ে দেখছি। এটা শেষ হওয়ার পর বাইরের যে তথ্য আছে, সেগুলো খতিয়ে দেখব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত