সাত নম্বরে সাতের লড়াই

প্রকাশ : ১৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ, আগস্টে জিম্বাবুয়ে সফর ও সেপ্টেম্বরে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে খেলবে বাংলাদেশ। পর পর চারটি সিরিজে প্রত্যাশিত পারফর্ম করায় বাংলাদেশ দল হিসেবে পারফর্ম করায় এখন দলে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই বললে চলে। তরুণ তৌহিদ হৃদয় আন্তর্জাতিক ক্রিকেটে অল্প দিনেই নিজের জায়গাটা পাকা করেছেন।

এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশ দলে ৭ নম্বর ছাড়া অন্য কোনো জায়গা ফাঁকা দেখছেন না সাকিব আল হাসান। সোমবার ইংল্যান্ডে একটি অনুষ্ঠানে গণমাধ্যমকে সে কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার, ‘আমি নির্বাচক বা সিদ্ধান্ত নেওয়ার অংশ নই। তাই এটা বলা আমার পক্ষে কঠিন। দল নিয়ে খুশি, এবং আমি মনে করি যে দলটি বিশ্বকাপে থাকবে তারা ১৭ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে এবং সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’

দলে নেই মাহমুদউল্লাহ, আফিফ, মোসাদ্দেক। এদের সঙ্গে আছেন সোহানও। দলের সঙ্গে ঘুরে খেলার সুযোগ পাচ্ছেন না ইয়াসির রাব্বী। মিরাজ ওডিআই ক্রিকেটে সম্প্রতি ৭ নম্বরে মানিয়ে নিয়েছেন।

বিশ্বকাপ দলে ৭ নম্বর পজিশনে ব্যাটিংয়ের জন্য লড়াইটা তাই সাতজনের মধ্যে চলছে বলে মনে করছেন সাকিব-‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে প্রতিযোগিতা শুধুমাত্র একটি পজিশনের জন্য। ৭ নম্বর পজিশনে সবাই পারফর্ম করেছে। ঘরোয়া ক্রিকেটে আফিফ, মোসাদ্দেক, সোহান ভালো খেলছেন। রিয়াদ ভাই দুর্দান্ত খেলছেন। দলের সাথে রাব্বি আছেন, মিরাজ ৭ নম্বরে ব্যাট করছে। সুতরাং একটি জায়গার জন্য ছয় থেকে সাতটি বিকল্প রয়েছে। তাই সিদ্ধান্ত নেয়া সহজ নয়। আমি নিশ্চিত বিশ্বকাপ মাথায় রেখে কোচ, নির্বাচক এবং অধিনায়ক সঠিক সিদ্ধান্ত নেবেন।’

বিশ্বকাপ দল নির্বাচনের আগে অনেক কিছু বিবেচনায় নিতে হবে বলে মনে করছেন সাকিব-‘আমরা যখন বিশ্বকাপে যাব তখন আমাদের সঠিক কম্বিনেশন পেয়ে যাব। দলটা নির্ভর করবে প্রতিপক্ষ এবং কন্ডিশনের ওপর। কোনো কোনো মাঠে চারজন পেসার খেলাতে হতে পারে, কিছু মাঠে ছয় বোলারের প্রয়োজন হবে। আবার কিছু জায়গায় পাঁচজন বোলারের প্রয়োজন হবে। যখন সিদ্ধান্ত নেয়া হয় তখন অনেক কিছু বিবেচনায় নিতে হবে। এখন শুধু পরীক্ষা-নীরিক্ষা চলছে।’