ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিসিবিকে দুষলেন ক্লাব কর্তারা

বিসিবিকে দুষলেন ক্লাব কর্তারা

শেষ মুহূর্তে মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডব্লিউডিপিএল) দলবদলে অংশ নেয়নি অ্যাজাক্স স্পোর্টিং ও শেখ রাসেল। ক্লাব দুটির কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপেক্ষার শিকার তাঁরা। কাউন্সিলরশিপ না থাকা, ক্লাবকে মূল্যায়ন না করা এবং লিগে অনিয়মের অভিযোগে সরে দাঁড়িয়েছে তারা। এছাড়া দলবদল পেছাতে সাত ক্লাব চিঠি দিয়েছিল বোর্ড, চিঠির জবাবও দেয়নি দেশের ক্রিকেট নিয়ন্তা সংস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কর্মকর্তা বলেন, ‘নারী ক্রিকেটে এসেছিলাম খেলার উন্নয়নে সঙ্গে থাকতে। কিন্তু বোর্ড আমাদের সুবিধা-অসুবিধা দেখে না, যেটা খুশি তাই করে। ফলে বাধ্য হয়ে আমরা এবার লিগে থাকব না বলে দিয়েছি।’ শেখ রাসেলের টিম ম্যানেজার জাকির আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘৭০ থেকে ৭৫ লাখ টাকা খরচ করে লিগের জন্য দল গড়ি। অথচ বিসিবির আমাদের গুরুত্ব দেয় না। ছেলেদের ক্রিকেটে তৃতীয় বিভাগ থেকে ডিপিএল পর্যন্ত কাউন্সিলর রয়েছে। বিসিবি তাদের অনুদান দেয়। আন্তর্জাতিক ক্রিকেট থাকলে টিকিট দেয়। নারী ক্রিকেটে এসবের কিছুই নেই। নারী লিগে খেলা দলগুলোকে ১০টি টিকিট দিলেও তো ক্লাব কর্মকর্তারা খুশি হতেন। বড় বাজেটের দল বানিয়েও বৈষম্যের শিকার হই। গত বছর ভেজা মাঠে খেলিয়ে পয়েন্ট ভাগাভাগির কারসাজি হয়। লিখিত দিয়েও প্রতিকার পাইনি। এমন বৈষম্য থাকলে খেলার কোনো মানে হয় না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত