বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

কমে গেল টেস্ট ও টি-টোয়েন্টি

প্রকাশ : ১৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পর পর দুই চক্র (২০১৯-২১ ও ২০২১-২৩) শেষ করেছে বাংলাদেশ পয়েন্ট তালিকার তলানিতে থেকে। তারপরও আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)-এ দ্বি-পাক্ষিক সফরসূচিতে থাকা সব টেস্ট খেলছে না বাংলাদেশ। আইসিসির সর্বশেষ এফটিপিতে (২০১৯-২৩) পাকিস্তান সফরে একটি টেস্ট কম খেলেছে বাংলাদেশ। আসন্ন এফটিপির (২০২৩-২৭) শুরুটা বাংলাদেশের আগামী জুনে আফগানিস্তান ক্রিকেট দলের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। এই এফটিপিতে টেস্টে নবীন দল আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে এই সফরসূচিতে ৩ ওডিআই অপরিবর্তিত থাকলেও ২ টেস্ট থেকে একটি টেস্ট ও ৩ টি-টোয়েন্টি থেকে একটি ম্যাচ বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই ধাপে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান, ক’দিন আগে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল। গতকাল সূচি প্রকাশ করেছে বিসিবি। প্রথম ধাপে আফগানিস্তান এক টেস্ট খেলে চলে যাবে ভারতে ওয়ানডে সিরিজ খেলতে। ঈদ উল আজহার পর বাংলাদেশ সফরে এসে খেলবে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দফায় আগামী ১০ জুন বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান। তিনদিন অনুশীলন করে আগামী ১৪ থেকে ১৮ জুন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে খেলবে তারা বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট। এরপর ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে ভারতে চলে যাবে আফগানরা। সেখান থেকে তারা ঢাকায় ফিরে আসবে ১ জুলাই। আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দু’টি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, আগামী ১৪ ও ১৬ জুলাই। সেখান থেকে ফিরে এসে প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একদিনের ম্যাচ তিনটি হবে ৫, ৮ ও ১১ জুলাই। ১৭ জুলাই বাংলাদেশ ছেড়ে যাবে আফগানরা।