হার টি-টোয়েন্টিতেও

প্রকাশ : ১৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

সাত বলে প্রয়োজন ৪ রান, দারুণ ডেলিভারিতে ফিফটি করা শামিল হোসেনকে বোল্ড করলেন ইকবাল হোসেন। শেষ ওভারের আগে টিম হাডলে পরিকল্পনা সাজাল বাংলাদেশ, কাজে লাগল না। প্রথম বলেই ৪ মেরে ম্যাচ শেষ করে দিলেন আলি আসফান্দ। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে গতকাল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা। ১৬০ রানের লক্ষ্য ৫ বলে বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে সফরকারীরা। একমাত্র আন অফিসিয়াল টেস্টে ১০ উইকেটে হারে বাংলাদেশ। পরে ৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ হারে ৪-১ ব্যবধানে। এবার টি-টোয়েন্টিতেও হেরে শেষ হলো স্বাগতিকদের হতাশার সিরিজ। বাংলাদেশকে দেড়শ ছাড়ানো স্কোর এনে দেন জিসান আলম, স্রেফ ২৬ বলে ৫২ রান করেন মারকুটে ওপেনার। পরে দারুণ বোলিংয়ে স্রেফ ২৩ রানে ৩ উইকেট নেন ইকবাল। কিন্তু এগিয়ে আসতে পারেননি অন্যরা। তাতে পেরে ওঠেনি বাংলাদেশ। ৪৯ বলে ৬৭ রান করে পাকিস্তানের জয়ের নায়ক শামিল, ম্যাচ সেরাও তিনি।