বিশ্বকাপে যাদের জায়গা নিশ্চিত

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

চলতি বছরের শেষ দিকে ভারতের মাটিতে বসবে ক্রিকেট বিশ্বকাপ। ওয়ানডে ফরম্যাট আর পার্শ্ববর্তী দেশে আসর হওয়ায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা থাকছে বেশ ভালোই। তাই বিশ্ব আসরে কেমন দল যাবে সেটা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গেছে এখন থেকেই। টুর্নামেন্টের স্কোয়াডে কারা থাকবেন, এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে এরই মধ্যে। বিশেষত কয়েকটি পজিশন নিয়ে বেশ জোর আলোচনা রয়েছে কয়েকজনের ব্যাপারে। বিশ্বকাপের দল নিয়ে গতকাল প্রশ্ন করা হয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। জবাব দিতে গিয়ে তিনি জানান, বিশ্বকাপের সেরা একাদশ চাইবেন সাংবাদিকদের কাছেই, বলেন, ‘এখন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া। এটাতে আমরা খুশি। আপনারা এত বেশি সম্পৃক্ত এটা আমাদেরও সাহায্য করে। সোশ্যাল মিডিয়া নিয়েও আমরা খুশি, কিন্তু ওখানে অনেকে মনে হয়েছে ক্রিকেট নিয়ে কোন ধারণাই নেই, কিন্তু মন্তব্য করেই যাচ্ছে।’

এরপরই বিশ্বকাপের একাদশ নিয়ে সাংবাদিকদের কোর্টে বল ঠেলে দিয়ে পাপন বলেন, ‘আপনারা এখানে যারা আছেন তারা ক্রিকেট সম্পর্কে প্রত্যেকেই, আমার চেয়ে বেশি জানেন এমন বহু লোক আছে। চিন্তা করছি আপনাদের সবার কাছে কিন্তু একটা করে দল চাইব বিশ্বকাপের, স্কোয়াড না একদম একাদশ দিতে হবে কিন্তু। এটা হলে ভালো হয় না? জানতে তো পারলাম। আপনারা কি মনে করেন কাকে খেলানো উচিত।’

এরপরই বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডের একটি তালিকাও দেন পাপন। বোর্ড প্রধান জানিয়ে দেন, প্রথম ছয়জনকে কোনওভাবেই বাদ দেওয়ার সুযোগ নেই, ‘তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব- এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দিবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ বললাম। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা নেবে। ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে।’

বিশ্বকাপের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে। বৈশ্বিক আসরে বাংলাদেশকে বড় বড় সাফল্য এনে দেয়া এই তারকা এবারের বিশ্বকাপে থাকছেন কিনা সেটা নিয়েই মোটামুটি সরব ক্রিকেটপাড়া। মিরপুর স্টেডিয়ামে এমন প্রশ্নের মুখোমুখি হন নাজমুল হোসেন পাপনও। তবে পাপন এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানালেন বিশ্বকাপে কাদের জায়গা প্রায় নিশ্চিত। পাপন বলেন, ‘তামিম, লিটন, শান্ত, সাকিব, মুশফিক ও তাওহিদ হৃদয়ের মধ্যে বাদ দেয়ার মতো কেউ আছে বলে মনে হয় না। ওপেনিংয়ে নাইম শেখ এবং বিজয় ভালো পারফর্ম করছে, ওরাও আসতে পারে। আমার ধারণা, ওপেনিংয়ে এদের মধ্যে কোনো একজনকে নিবে।’ পেসারদের নিয়ে পাপনের ব্যাখ্যা, ‘আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত। সাকিব যদি খেলে একটা স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপ খেলবেন না। হাসান আছে, তাসকিন, শরীফুল, এবাদত, মোস্তাফিজ আছে, যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে তাহলে ছয়টা বোলার নিয়ে খেলতে গেলে বাড়তি স্পিনার লাগবে। বাড়তি থাকে একটা জায়গা সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া উচিত।’

আফিফ, মোসাদ্দেক ও রিয়াদ এখন ওয়ানডে দলের বাইরে। তবে তারা যুক্ত হতে পারেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে- এমনটা জানিয়েছেন পাপন। তাদের বাছাইয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি মানদ- আছে বলে মনে করেন বোর্ড সভাপতি। মানদণ্ডের কথা বলতে গিয়ে ফিল্ডিং বিবেচনায় আফিফ-মোসাদ্দেককে রিয়াদের চেয়ে এগিয়ে রাখেন তিনি। প্রসঙ্গে পাপন বলেন, ‘অলরাউন্ডার চাইলে আফিফ আছে, মোসাদ্দেক আছে ও মাহমুদউল্লাহ রিয়াদও আছে। সেও বল করে দিতে পারবে। রিয়াদ ভালো বল করে, আমি দেখেছি, ঘরোয়া ক্রিকেটেও ও ভালো। পার্থক্যটা হচ্ছে শুধু ফিল্ডিংয়ে। ভালো ফিল্ডিং চাইলে এই তিনজনের মধ্যে আফিফ সবার উপরে। মোসাদ্দেকও রিয়াদের চেয়ে ভালো হতে পারে।’ ফিল্ডিংয়ের বেলায় আফিফ-মোসাদ্দেককে এগিয়ে থাকলেও রিয়াদের অভিজ্ঞতার বিষয়টিও এড়িয়ে যায়নি বোর্ড প্রেসিডেন্টের দৃষ্টি, ‘অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যাদের সঙ্গে খেলছি আর বিশ্বকাপে যাদের সঙ্গে খেলব, দুটোর পরিস্থিতি কিন্তু এক না। তাই ব্যাপারটা (খেলোয়াড় বাছাই) কঠিন।’

বাংলাদেশ দল কোনো সিরিজ বা টুর্নামেন্টে খারাপ করলেই চারিদিকে সমালোচনা তৈরি হয়। সমালোচনা হয় বিসিবির কর্মকাণ্ড নিয়েও। এটা নিয়ে মোটেই খুশি নন পাপন। এ সম্পর্কে গণমাধ্যমে তিনি বলেন, ‘এখন সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া, ক্রিকেট নিয়ে। আর এটা নিয়ে আমরা অনেক খুশি। এমন না যে আমাদের মন খারাপ। আপনারা এত বেশি ইনভলভ, এটা আমাদের হেল্প করে। এটা হচ্ছে এক নম্বর বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া নিয়েও আমরা অনেক হ্যাপি। সমস্যা হলো ওখানে অনেকের ক্রিকেট নিয়ে কোনো ধারনাই নেই। কিন্তু মন্তব্য ঠিকই করে যাচ্ছে।’ ক্রিকেট নিয়ে আলোচনা হোক, বিসিবি এটা চায়। তবে তারা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চায় না। পাপনের ভাষ্য, ‘আমরা এটা (সোশ্যাল মিডিয়ায় সমালোচনা) চাই না। আপনারা (সাংবাদিক) এখানে যারা আছেন, তারা প্রত্যেকেই ক্রিকেট নিয়ে অনেক জানেন। প্রায় এক্সপার্ট লেভেলের। অনেকেই আমার চেয়েও বেশি জানেন।’