ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইতিহাস ডাকছে মার্টিনেজ-আলভারেজকে

ইতিহাস ডাকছে মার্টিনেজ-আলভারেজকে

আর্জেন্টিনা জাতীয় দলের মূল স্ট্রাইকার হিসেবে কাতারে বিশ্বকাপে গিয়েছিলেন লাওতারো মার্টিনেজ। বিকল্প স্ট্রাইকার হিসেবে দলে ছিলেন হুলিয়ান আলভারেজ। শেষ পর্যন্ত ওই আলভারেজ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক বনে গেছেন। দিন শেষে ইন্টার মিলানের মার্টিনেজ ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আলভারেজ বিশ্বকাপ জয়ী। এবার তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে। ১১ জুলাই ইস্তাম্বুলে তাদের দল শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে। তবে বিশ্বকাপের মতো ওই লড়াইয়ে আলভারেজ বা মার্টিনেজের একসঙ্গে শিরোপা জয়ের সুযোগ নেই। মজার বিষয় হলো দুজনই সেমি ফাইনালের দ্বিতীয় লেগে গোল করেছেন।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠায় ইতিহাস ডাকছে তাদের, দুই আর্জেন্টাইনকে হাতছানি দিচ্ছে অনন্য এক রেকর্ডের অংশীদার হওয়ার। তাদের একজন চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন এবং একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দ্বাদশ ফুটবলার হওয়ার কীর্তি গড়বেন।

ইতিহাসে এ পর্যন্ত ১১ জন সৌভাগ্যবান ফুটবলার এই কীর্তি গড়েছেন। এর মধ্যে সাতজনই কীর্তিটা গড়েন ১৯৭৪ সালে। দেশ পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ বিশ্বকাপ জেতা এই সাত জন ক্লাব বায়ার্ন মিউনিখের হয়েও জিতেছিলেন ইউরোপিয়ান কাপের শিরোপা। বর্তমানের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগই ছিল তখন ইউরোপিয়ান কাপ। অবশ্য এই সাতজন পরের বছরও ক্লাব বায়ার্নের হয়ে ইউরোপ-সেরা হন। ইউরোপিয়ান কাপ, বিশ্বকাপ, ইউরোপিয়ান কাপ- টানা তিন শিরোপা জেতা জার্মানির সেই ভাগ্যবান সাত ফুটবলার হলেন সেপ মেয়ার, কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, হানস-গিয়োর্গ শোয়ারজেনবেক, উলি হোয়েনেস, ইয়ুপ কাপেলমান ও কিংবদন্তি জার্ড মুলার। পরের চার জন বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।

১৯৯৮ সালে দেশ ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ক্রিস্টিয়ান কারেম্বু ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। ২০০২ সালে দেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা কিংবদন্তি রবার্তো কার্লোস ওই রিয়াল মাদ্রিদের হয়েই জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। ২০১৪ সালে দেশ জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা স্যামি খেদিরা রিয়াল মাদ্রিদের হয়েই জেতেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সর্বশেষ ২০১৮ সালে দেশ ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা রাফায়েল ভারানে ঐ রিয়াল মাদ্রিদের হয়েই জেতেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

গত মঙ্গলবার রাতে ইন্টার মিলান-এসি মিলানের মধ্যকার সেমিফাইনালের ফিরতি লেগে সান সিরোতে লাওতারো মার্টিনেজের একমাত্র গোলে জিতেছে ইন্টার মিলান। তাতে দুই লেগ মিলিয়ে ৩-০ অগ্রগামিতা নিয়ে দীর্ঘ ১৩ বছর পর ইন্টার উঠে গেছে ফাইনালে। আর বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতা ম্যাচে ম্যান সিটির হয়ে চতুর্থ গোলটি করেছেন আলভারেজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত