ট্রফির সাথে এবার প্রাইজমানিও

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

দেশের ক্রীড়াবিদদের উৎসাহ দিতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ, পূর্ব নাম বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি) ক্রীড়া পুরস্কার প্রবর্তন করেছিল ১৯৬৪ সালে। ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ১৯৬২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি, যেখানে আছেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন দাস, সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও এশিয়া কাপে তিনটি স্বর্ণপদকজয়ী তীরন্দাজ নাসরিন আক্তার। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় লিটন ও সাবিনার সঙ্গে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী দ্রুততম মানব ইমরানুর রহমানও। এ দুই বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২৮ মে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বর্ণিল আয়োজনে। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সেরা নির্ধারণে ভোটিং শুরু হয়েছে গেছে, চলবে ২৬ মে পর্যন্ত গতকাল বিওএ অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ সভাপতি সনৎ বাবলা। ২০২২ সালে ১৫টি বিভাগে মোট ১৯ জন সাবেক-বর্তমান ক্রীড়াবিদ, সংগঠক ও সংস্থাকে পুরস্কৃত করবে বিএসপিএ। ২০১৬ সাল থেকে এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার গ্রুপ। এবারই প্রথম যোগ করা হয়েছে অর্থ পুরস্কার- জানান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান।