আবার সেই অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের অন্য দুই দল ভিয়েতনাম ও ফিলিপাইন। গ্রুপের তিনটি প্রতিপক্ষই চেনা বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গতকাল অনুষ্ঠিত বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ড্র’য়ে ‘এ’ গ্রুপে পড়েছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইরান ও ভারত। দ্বিতীয় ধাপের বাছাইয়ে দুই সেরা ও রানার্সআপ মিলিয়ে চার দল পাবে ২০২৪ সালে ইন্দোনেশিয়াতে হতে যাওয়া মূল পর্বের টিকিট। প্রথম ধাপ দাপটের সঙ্গে পেরুনোর তৃপ্তি আছে বাংলাদেশেরে। দুই ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ ও সিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল। ২০২২ সালে মেয়েদের এই বয়সভিত্তিক প্রতিযোগিতা হয়নি প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায়। ২০১৭ ও ২০১৯ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের নিয়ে। নাম ছিল এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। দুইবারই বাছাইয়ে প্রথম ধাপে গ্রুপ সেরা হয়; ২০১৯ সালে অবশ্য খেলতে হয়েছিল দ্বিতীয় পর্ব। থাইল্যান্ডে মূল আসরে অবশ্য আলো ছড়াতে পারেনি দল। প্রথমবার কোরিয়ার কাছে ৯-০, জাপানের নিকট ৩-০ ও অস্ট্রেলিয়ার কাছে ৩-২ গোলে হারে। ২০১৯ সালে থাইল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে, জাপানের কাছে ৯-০ গোলে হারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইবার এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র করেছিল। এবার বাছাইয়ের দ্বিতীয় ধাপেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৯ সালে ফিলিপাইনকে ১০-০ গোলে হারিয়েছিল লাল-সবুজ মেয়েরা। আর ভিয়েতনামের বিপক্ষে জিতেছিল ২-০ গোলে।