বিশ্বকাপের দল

তাড়াহুড়া করবেন না নান্নু

প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। ওয়ানডে ফরম্যাট আর পার্শ্ববর্তী দেশে আসর হওয়ায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা থাকছে বেশ ভালোই। তাই বিশ্ব আসরে কেমন দল যাবে সেটা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তো বৃহস্পতিবার বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়ার্ডও দিয়ে বলেছেন. ‘তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব- ছয়জনের মধ্যে কাউকে বাদ দেয়া যাবে না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। সাকিব খেললে একটা স্পিনার খেলবে। পাঁচ বোলার ছাড়া বিশ্বকাপ খেলবেন না। হাসান, তাসকিন, শরীফুল, এবাদত, মোস্তাফিজ, যে কেউ খেলতে পারে। চার পেসারও খেলতে পারে। তিন স্পিনার নিয়ে খেললে ছয় বোলার নিয়ে খেলতে গেলে বাড়তি স্পিনার লাগবে। বাড়তি থাকে একটা জায়গা সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। মনে হয় না মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া উচিত।’ আফিফ, মোসাদ্দেক ও রিয়াদ এখন ওয়ানডে দলের বাইরে থাকলেও তারা যুক্ত হতে পারেন বিশ্বকাপ স্কোয়াডে।

বিশ্বকাপ সামনে রেখে এরই মধ্যে প্রস্তুত হতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। বাংলাদেশও প্রস্তুত হচ্ছে নিজেদের মতো করে। গত বেশ কয়েকটি সিরিজেই বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে দেখা গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। নতুন কয়েকজন ক্রিকেটারকেও খেলানো হচ্ছে নিয়মিত। তাই বিশ্বকাপ দলে যে কোনো চমক থাকছে না সেটা আগেভাগেই জানিয়ে দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিশ্বকাপের আগে আরও কয়েকটি সিরিজ খেলবে বাংলাদেশ। আছে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপও। এই কয়েকটি সিরিজেও যে পরীক্ষা-নিরীক্ষাটা চলবে সেটারও আভাস দিয়ে রাখলেন জাতীয় দলের প্রধান নির্বাচক। গতকাল শুক্রবার গণমাধ্যমের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে নান্নু বলেন, ‘তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। আমাদের পরপর সিরিজ রয়েছে। আমরা এই সিরিজগুলো নিয়েই এগোচ্ছি। সেরা একটি দল তৈরির জন্য।’

গুঞ্জন আছে এক ফরম্যাটে খারাপ করার পর অনেক ক্রিকেটারকে তিন ফরম্যাটের দল থেকে বাদ দেয়া হয়। এর সবশেষ উদাহরণ হতে পারেন নুরুল হাসান সোহান। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে ৪১ রান। আর ভারতের বিপক্ষে দুই টেস্টে চার ইনিংসে করেছিলেন ৫৬ রান। এমন পারফরম্যান্সের পর দলের বাইরে চলে যান তিনি। নান্নু অবশ্য জানিয়েছেন, সোহান তাদের ভাবনার মধ্যেই আছেন। ২৪ জনের যে পুল আছে সেখানে রয়েছেন সোহানও। ২৪ জনের কাউকেই চোখের আড়াল করা হয়নি। তিনি বলেন, ‘আমাদের কিন্তু ২৪ জনের একটা পুল আছে। যেখানে সোহানসহ আরও অনেক ক্রিকেটার আছে। যাকে যখন দরকার পড়ে তখন তাকে নেয়া হয়েছে। আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি। তাই চিন্তার কোনো কারণ নেই। এটা ন্যাশনাল পুল, পুলের মধ্যে আছে যখন চোখের আড়াল হয়নি।’

মিনহাজুল আবেদিন নান্নু সব সময়ই সমালোচকদের নিশানায় থাকেন। পছন্দের ক্রিকেটার দলে সুযোগ না পেলে সেই ক্রিকেটারের সমর্থকরা তুলাধুনা করেন নান্নুকে। সম্প্রতি মাহমুদউল্লাহ রিয়াদ ইস্যুতে মিডিয়া এবং সোশ্যাল সাইট সরগরম। মাহমুদউল্লাহকে বিশ্বকাপে নেয়া হবে কি না- এই প্রশ্ন সবার মুখে। তবে নান্নু বললেন, বিশ্বকাপ দল নিয়ে এখন তারা ভাবছেন না। তাদের বর্তমান চিন্তা আফগানিস্তান সিরিজ নিয়ে, ‘সমালোচনা তো হবেই। আমি যখন খেলতাম, খারাপ খেললে সমালোচনা হতো না? এটা তো স্বাভাবিক বিষয়। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আপনারা জানেন আমি ফেসবুক ফলো করি না, সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করি না। মানুষের থেকে শুনি এটা বলা হচ্ছে... ওটা বলা হচ্ছে...। ...আমাদের এখানে তো চারদিকে নির্বাচকে ভরা। সবাই ক্রিকেট নিয়ে আলোচনা করে। তাই এসব নিয়ে চিন্তাভাবনা করছি না।’

আফগানিস্তান সিরিজ নিয়ে নিজেদের কার্যক্রমের একটা রোডম্যাপও জানিয়ে দেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটেই আমরা খেলব। তাই দল গোছানোর কাজ করছি। বিশ্বকাপ নিয়ে এখন কিছুই বলতে পারব না। কারণ এখনো চার মাস বাকি। বিশ্বকাপের দল নিয়ে এখন আমরা ভাবছি না। আগামী সপ্তাহে আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করা হবে। ২৯ তারিখ থেকে অনুশীলনও শুরু হবে। সেটা নিয়েই চিন্তাভাবনা করছি।’