ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হুমায়রাকে হারিয়ে নু মে মারমার স্বর্ণ

হুমায়রাকে হারিয়ে নু মে মারমার স্বর্ণ

২০১৯ সালে নেপাল সাউথ এশিয়ান গেমসে কারাতেকা হুমায়রা আক্তার অন্তরার হাত ধরে প্রথম পদকের (ব্রোঞ্জ) মুখ দেখেছিল বাংলাদেশ। পরে তিনি রুপা ও স্বর্ণপদকও জেতেন। চার বছর পর জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিষ্পত্তির ইভেন্ট মেয়েদের একক কাতায় আনসারের সেই হুমায়রাকে হারিয়ে স্বর্ণপদক ছিনিয়ে নেন সেনাবাহিনীর নু মে মারমা। তাই উচ্ছ্বাসটাও একটু বেশি নু মে মারমার, ‘এসএ গেমসে স্বর্ণজয়ী হুমায়রাকে হারাতে পারব, কল্পনাও করতে পারিনি। তবে আত্মবিশ্বাস ছিল। তাই কিছু টেকনিকে আমি তাকে পেছনে ফেলে দিই। এটাই আমার স্বর্ণ জেতার মূল রসদ।’ স্বর্ণপদক হারালেও খুব একটা হতাশ নন হুমায়রা। তার কথায়, ‘এসএ গেমসে এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলাম, এখানে রুপা। যদিও প্রত্যাশা ছিল স্বর্ণ জেতার, সেটা হয়নি। এখন পরবর্তী আরও দুটি ইভেন্টে স্বর্ণপদক জেতার অপেক্ষায় রয়েছি।’ গতকাল মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেয়িামে শুরু হয়েছে দু’দিনব্যাপী জাতীয় কারাতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত