ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চূড়ান্ত পর্বে বাংলাদেশ

চূড়ান্ত পর্বে বাংলাদেশ

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ বিভাগে ভুটানকে ৩-০ ম্যাচে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ বালক দল; তাতে কাজাখস্তানে ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজ ছেলেরা। আজ প্রতিযোগিতায় রাউন্ড-রবিন লিগের শেষ খেলায় বালক দল ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশ বালক দল চারটি ম্যাচ খেলে চারটিতেই জয়ী হয়েছে। গতকাল রমনাস্থ শেখ জামাল টেনিস কমপ্লেক্সে ভুটানের বিপক্ষে বাংলাদেশের মোহাম্মদ হায়দার ৬-১, ৬-০ গেমে জামইয়াং তাশিকে, রাকিন রহমান ৬-১, ৬-১ গেমে রিসেল দর্জিকে হারিয়েছেন। দ্বৈতের খেলা বাকি থাকতেই বাংলাদেশ ২-০ ম্যাচে জয়ী হয়। দ্বৈতে বাংলাদেশের কাব্য-মোহাম্মদ জুটি ৪-৬, ৬-৩, ১০-৭ গেমে ভুটানের দর্জি ও তাশি জুটিকে হারায়

দিনের অন্য খেলায় বালক বিভাগে ভারত ৩-০ ম্যাচে শ্রীলঙ্কাকে, নেপাল ২-১ ম্যাচে মালদ্বীপকে, বালিকা বিভাগে শ্রীলঙ্কা ৩-০ ম্যাচে মালদ্বীপকে এবং ভারত ৩-০ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত