কাউন্টিতে অভিষেকেই চমক আরাফাতের

প্রকাশ : ২১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

কাউন্টি ক্রিকেট দল কেন্টের হয়ে অভিষেকের একদিন পরই বাজিমাত করলেন বাংলাদেশি ক্রিকেটার আরাফাত ভূঞা, সারের বিরুদ্ধে প্রথম ইনিংসেই ৪ উইকেট নিয়েছেন এই বাংলাদেশি ডানহাতি বোলার। তার বোলিং দাপটে খেলায় ফিরেছে কেন্ট। সারের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৭৮ রান তোলে কেন্ট। তুলনামূলক কম রান করায় ম্যাচে টিকে থাকতে হলে বোলিং ভালো করতে হতো কেন্টকে। সে কাজটাই করে দেন কুমিল্লার চৌদ্দগ্রামের ছেলে আরাফাত, ফেরান টপ অডারের চার ব্যাটসম্যান ওলি পোপ, জেমি স্মিথ, বেন ফোকস ও উইল জ্যাকসকে। আরাফাতের বিধ্বংসী বোলিং সত্ত্বেও ৩৬২ রান তোলে সারে। প্রথম ইনিংসে ২০ ওভার বল করে ৬৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আরাফাত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় কেন্ট। ফলে মাত্র ৫৭ রানের লিড দাঁড়ায় তাদের। শেষ পর্যন্ত বিনা উইকেটেই জয়ের লক্ষ্যে পৌছে যায় সারে। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া আরাফাত বলেন, ‘পোপ আমার প্রথম উইকেট। শেষ পর্যন্ত ৪ উইকেট নিয়ে খুব ভালো লাগছে। নিজের উপর ভরসা ছিল। উইকেটে ঠিক জায়গায় বল রাখার চেষ্টা করেছিলাম। সারের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী। তাই ওদের অলআউট করা দরকার ছিল। সেটা করতে পেরেছি।’ গত ছয় বছরে জুনিয়র লেভেলে ডার্বিশায়ার, এসেক্স, সারে ও কেন্টের হয়ে খেলেছেন আরাফাত। কেন্টের সেকেন্ড ডিভিশনের হয়ে ১৭ উইকেট নেয়ায় প্রথম ডিভিশনে সুযোগ পেয়েছেন তিনি।