ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় কারাতে প্রতিযোগিতা

আনসারের আধিপত্য খর্ব সেনাবাহিনী চ্যাম্পিয়ন

আনসারের আধিপত্য খর্ব সেনাবাহিনী চ্যাম্পিয়ন

জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে চারটি ইভেন্টে অংশ নিয়ে মাত্র একটিতে স্বর্ণ জিতেছে নেপাল এসএ গেমসের সোনালী কন্যা হুমায়রা আক্তার অন্তরা। ২০১০ ঢাকা এসএ গেমসের সোনাজয়ী কারাতেকা হাসান খান সানেরও একই দশা। গত আসরের মতো এবারও জাতীয় চ্যাম্পিয়নশিপে আনসারের আধিপত্য খর্ব হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। শনিবার শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়মে শেষ হয়েছে দুদিনব্যাপী জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপের খেলা। ১৪টি স্বর্ণ, একটি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়। আনসার তিনটি স্বর্ণ, ১০টি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় আনসার। বিজিবি একটি স্বর্ণ, ২টি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়।

আগের দিন একক কাতা ও দলগত কাতায় রুপা জিতেছিলেন হুমায়রা আক্তার। কাল একক কুমিতে স্বর্ণপদক অক্ষুণ্ন থাকলেও দলগত কুমিতে হারিয়েছেন স্বর্ণপদক। তিন স্বর্ণ হারিয়ে অনেকটাই হতাশ হুমায়রা আক্তার, ‘আমি বুঝতে পারছি না কেন স্বর্ণ হারালাম। আমার মতে, পারফরম্যান্স এতটা বাজে হয়নি।’ চোখে মুখে হতাশার চিহ্ন ঢাকা সাফ গেমসে স্বর্ণজয়ী কারাতেকা হাসান খান সানেরও, ‘এসএ গেমসে একক কাতায় স্বর্ণ জিতেছিলাম। গত ১৭ বছর ধরেই আমি এই ইভেন্টে সেরার খেতাব জিতেছিলাম। কিন্তু এবার রুপা পেয়েছি। তাই রাগ করে আর দলগত কাতায় খেলিনি।’ এই দুজনেই বাংলাদেশ আনসারের ক্রীড়াবিদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত