আর্জেন্টিনার মার্টিনেজ ঢাকায় আসছেন

প্রকাশ : ২২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। পরের বছর মেসিরা ঘুচিয়েছেন আর্জেন্টাইনদের ৩৬ বছরের আক্ষেপ, জিতেছে বিশ্বকাপ। ব্রাজিলে কোপা আমেরিকা ও কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লাভস’ বিজয়ী মার্টিনেজ আসছেন ভারতের কলকাতায়। শতদ্রু দত্ত ফাউন্ডেশনের ‘সিটি অব জয়’ নামক প্রচারণার অংশ হিসেবে ভারতে দুই দিন থাকবেন তিনি। তবে তারই আগে বাংলাদেশের ভক্তদের জন্য সেই মার্টিনেজ ঢাকায় আসবেন মার্টিনেজ, আগামী ৩ জুলাই ঢাকা পৌঁছবেন।

আগামী ৪ ও ৫ জুলাই ভারত সফর করবেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে তার আগে বাংলাদেশে পা রাখবেন তিনি। ঢাকায় আসার কথা নিজে থেকেই জানিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। বাংলাদেশি ভক্তদের কথা বিবেচনা করে মার্টিনেজ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত, বলেছেন, ‘আমি মার্টিনেজের সঙ্গে কেবল ভারতে আসার বিষয়ে কথা বলেছিলাম। তবে তিনি নিজের থেকে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আমাকে বলেছে, তিনি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছে।’ মার্টিনেজের বাংলাদেশে আসা প্রসঙ্গে শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়া ফেইসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের জন্য এমি মার্টিনেজের আলাদা একটা টান রয়েছে। যেহেতু সেখানে অসংখ্য আর্জেন্টাইন ভক্ত-সমর্থক রয়েছেন। সুতরাং আমি মার্টিনেজের জন্য একটা দিন ঢাকায় কাটানোর পরিকল্পনা করছি। বাংলাদেশ... তুমি প্রস্তুত তো?।’ এরই মধ্যে আর্জেন্টাইন গোলরক্ষককে ঢাকায় আনার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে ৩ জুলাই সকালে ঢাকা পৌঁছবেন মার্টিনেজ। পরদিন তিনি কলকাতা যাবেন। কলকাতা সফরে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। একই সঙ্গে ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎও রয়েছে মার্টিনেজের। একই সঙ্গে, মোহনবাগান ক্লাব পরিদর্শনে যাওয়ার কথাও রয়েছে ৩০ বছর বয়সি এই গোলরক্ষকের। এর আগে বাংলাদেশে আসার কথা ছিল আর্জেন্টিনা জাতীয় দলের। কিন্তু শেষ পর্যন্ত সবই গুঞ্জনে সীমাবদ্ধ থেকেছে।