ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইংলিশ কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছেন মিরাজ

ইংলিশ কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছেন মিরাজ

ক্যারিয়ারের সুসময় কাটাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, নিয়মিত পারফর্ম করে যাওয়ায় জাতীয় দলে জায়গা পাকা হয়ে গেছে। এবার তিনি ইংলিশ কাউন্টির ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে খেলার প্রস্তাব পেলেন। বাংলাদেশের এই অলরাউন্ডারকে পেতে চায় কাউন্টি দল ওয়ারউইকশায়ার। সদ্যসমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে মিরাজের সঙ্গে মোহামেডানের হয়ে খেলেছেন ইংলিশ ক্রিকেটার জ্যাক লিন্টট। মূলত লিন্টটই মিরাজকে কাউন্টি খেলার প্রস্তাব দেন। দারুণ সুযোগ পেয়ে মিরাজ ‘না’ বললেনি। তবে সব কিছুই নির্ভর করছে জাতীয় দলের খেলা থাকার ওপর। আন্তর্জাতিক বিরতি পেলে কাউন্টিতে কয়েকটা ম্যাচ খেলতে চান বলে সংবাদমাধ্যমকে বলেছেন মিরাজ। তবে তিনি জানান, ‘এটা কোনো আনুষ্ঠানিক প্রস্তাব নয়। কাউন্টির কোনো ক্লাবের কাছ থেকে এখনো প্রস্তাব পাননি। লিন্টট কাউন্টিতে খেলার প্রস্তাব দিলে মিরাজ তাকে জানিয়েছেন, জাতীয় দলের সূচির বাইরে সময় থাকলে খেলতে চান। মিরাজের ধারণা, ক্লাবটি হতে পারে লিন্টটের দল ওয়ারউইকশায়ার। কাউন্টিতে খেলার প্রস্তাবের ব্যাপারে মিরাজ বলেছেন, ‘প্রস্তাব বলতে জ্যাক লিন্টট আমাকে বলেছিল এটা নিয়ে, অনেকবার বলেছে খেলার কথা। আমি ওকে বলেছিলাম, আমার তো জাতীয় দলের সূচি আছে। জাতীয় দলে যদি সূচি ফাঁকা থাকে, তাহলে খেলব, সমস্যা নেই।’ তবে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি জানিয়ে মিরাজ বলেন, ‘না, এটা অফিসিয়াল কিছু নয়। অফিসিয়ালি কোনো প্রস্তাব দেয়া হয়নি কাউন্টির কোনো ক্লাবের পক্ষ থেকে। লিন্টট আমাকে জানানোর পর ওকে বলেছি জাতীয় দলের সূচির কথা। কোন ক্লাব, সেটা ও আমাকে বলেনি। সে যেহেতু বলেছে, ওর দল ওয়ারউইকশায়ারের কথাই হয়তো বলেছে। প্রস্তাব আসতে হবে অফিসিয়ালি, তারপর আলোচনা। সেটাও নির্ভর করবে জাতীয় দলের সূচির ওপর। জাতীয় দলের সূচিতে প্রভাব না পড়লে আর অনুমতি পেলে তারপর কাউন্টিতে খেলার সুযোগ তৈরি হবে। আমার খেলার ইচ্ছা আছে।’

ইংল্যান্ডে ‘ওয়ান ওয়ানডে কাপ’ শুরু হবে ১ আগস্ট। ফাইনাল হবে ১৬ সেপ্টেম্বর। কয়েক দিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরেছে টিম টাইগার। আপাতত ক্রিকেটাররা ছুটি কাটাচ্ছেন। আগামী ১০ জুন তিন ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগান দল। এরপর মিরাজ কাউন্টি খেলার সুযোগ পাবেন কি না, তা সময়ই বলে দেবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত