বর্ণবাদী আচরণ

ভিনিসিয়ুস-ই লা লিগা সভাপতির কাঠগড়ায়!

প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ, আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনার পর ভ্যালেন্সিয়া- লা লিগার চলতি মৌসুমে পাঁচবার প্রতিপক্ষের মাঠে বর্ণবাদী আক্রমণের শিকার হলেন ভিনিসিয়ুস জুনিয়র। রোববার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হওয়ার পর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভিনি। একের পর এক বর্ণবাদের ঘটনায় দায়ী করেন লা লিগা কর্তৃপক্ষকে। তবে অভিযোগের তির যাঁর দিকে, সেই লা লিগা প্রধান হাভিয়ের তেবাসই উল্টো ভিনিসিয়ুসকে কাঠগড়ায় তুলেছেন, ‘বর্ণবাদ বিষয়ে ভিনিসিয়ুস তাদের যথাযথ সহযোগিতা করছেন না। যার জবাবে পাল্টা টুইট করেছেন ভিনিসিয়ুসও।

মেস্তায়া স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের হারের ম্যাচে ভ্যালেন্সিয়ার এক সমর্থক ভিনিকে উদ্দেশ করে কিছু একটা বলেন, জবাবে সেই দর্শকের দিকে তেড়ে যান রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার। ম্যাচের শেষ দিকে ভ্যালেন্সিয়া খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লে লাল কার্ড দেখানো হয় তাঁকে।

ম্যাচ শেষে বর্ণবাদ নিয়ে কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করেন ভিনিসিয়ুস। ২২ বছর বয়সী তারকা টুইটারে লেখেন, ‘এটা প্রথম, দ্বিতীয় বা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে ও সমর্থকদের দলগুলো সাহস জোগায়। বলতে বাধ্য হচ্ছি, স্পেন এখন ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে।’ ভিনিসিয়ুসের বক্তব্যের পর লা লিগার পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে ম্যাচের সব ছবি ও ভিডিও নিয়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে ঘৃণিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেলে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তবে লা লিগা সভাপতি তেবাসের টুইটে ছিল ভিন্ন সুর, ভিনিসিয়ুসের টুইটের জবাবে লেখেন, ‘বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কী করে এবং করতে পারে, এ বিষয়ে যেহেতু ব্যাখ্যা করা হয়নি, আমরা আপনাকে সেটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম। কিন্তু নিজেরই অনুরোধ করা নির্ধারিত দুটি তারিখে আপনি উপস্থিত হননি। লা লিগার সমালোচনা ও অপমান করার আগে নিজের সম্পর্কে সঠিকটা জানা উচিত। নিজেকে অন্যের সুবিধা অনুযায়ী ব্যবহার হতে দেবেন না। নিশ্চিত করুন যে উভয় পক্ষের কর্মদক্ষতা এবং আমরা একত্রে যা করছি, সে সম্পর্কে আপনার সম্পূর্ণ জানাশোনা আছে।’