ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিটির উৎসবে মারিয়ার আলো

সিটির উৎসবে মারিয়ার আলো

নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে আর্সেনাল হেরে যাওয়ায় শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল সিটিজেনদের। রোববার ঘরের মাঠ ইতিহাদে চেলসির বিপক্ষে ১-০ গোলে জয়ের পর শিরোপা নিয়ে উৎসব করেছেন পেপ গার্দিওয়ালার দল। ওই উদযাপনে আলো কেড়েছেন পেপ গার্দিওয়ালার মেয়ে মারিয়া গার্দিওয়ালা। চেলসির বিপক্ষে ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন তিনি। গ্যালারিতে ম্যাচ উপভোগ করতে দেখা যায় তাকে। এরপর ম্যাচ শেষে মাঠে নেমে আসেন মারিয়া। বাবা গার্দিওয়ালার সঙ্গে দারুণ কিছু ছবি তোলেন। গার্দিওয়ালার এক হাতে শিরোপা অন্য হাতে মেয়েকে জড়িয়ে চুমু দেন। অন্য একটি ছবিতে দেখা গেছে বাবার কোলে বসে আছেন ২১ বছর বয়সি মারিয়া।

‘অবিশ্বাস্য’, ‘অভাবনীয়’- শব্দগুলো কতবারই ব্যবহার করা হয়েছে। ম্যানচেস্টার সিটির ধারাবাহিকতার ক্ষেত্রে এসবও হয়তো উপযুক্ত নয়। ইংলিশ প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন তারা। সবশেষ ছয় আসরে ট্রফি জিতে নিয়েছে পাঁচবারই! তারপরও সবসময়ের সেরা দলগুলোর তালিকায় এখনই নিজ দলকে রাখতে চান না পেপ গার্দিওলা। ম্যান সিটি কোচের মতে, আগে চ্যাম্পিয়ন হতে হবে চ্যাম্পিয়ন্স লিগে, এরপর সেরার আলোচনা। এবার শিরোপা জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। যদিও মৌসুমের বেশির ভাগ সময় তারা ছিল না পয়েন্ট তালিকার শীর্ষে। তবে শেষ দিকে অপ্রতিরোধ্য পথচলা আর আর্সেনালের পথ হারানো মিলিয়ে তারাই আরও একবার জিতে নিয়েছে ট্রফি। সিটির এই হ্যাটট্রিক শিরোপার আগের মৌসুমে দীর্ঘ খরা ঘুচিয়ে শিরোপা জিতেছিল লিভারপুল। আবার এর আগের দুই মৌসুমে চ্যাম্পিয়ন ছিল গার্দিওলার দলই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত