ঢাবি আন্তঃহল দাবা ও ক্যারম

প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল শুরু হয়েছে আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা। জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম কমিটির সভাপতি ড. মো. ইফতেখারুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য দেন। এ সময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, সময়ের সদ্ব্যবহার করতে এবং নিজেদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমের সাথে সম্পৃক্ততা আরো বৃদ্ধি করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধের বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।