ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাইব্রিড মডেলে রাজি ভারত!

হাইব্রিড মডেলে রাজি ভারত!

ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা বোর্ড চেয়েছিল হাইব্রিড মডেলে এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হোক। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপ হতে যাচ্ছে। ভারতীয় বোর্ডও হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলার পক্ষে মত দিয়েছে। তবে বিসিসিআই শর্তও দিয়েছে, গণমাধ্যম দাবি করেছে, হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলার আগে পকিস্তানের থেকে ভারত বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়ে লিখিত নিশ্চয়তা চেয়েছে। নিশ্চয়তা পাকিস্তান দিলেই কেবল এশিয়া কাপের ক্ষেত্রে সুর নরম করবে তারা। ২৭ জুন বিসিসিআইর বিশেষ সাধারণ সভা আছে। সেখানে এশিয়া কাপের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে চায় ভারতীয় বোর্ড। সভায় বিশ্বকাপের বিষয়েও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে চায় বিসিসিআই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত