দ্বিতীয় দিনেই লিড উইন্ডিজের

প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

অস্বস্তি নিয়ে আরেকটি দিন কাটিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে চার দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল প্রথম ইনিংসে ৩১ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে। বাংলাদেশের করা ২৩৭ রানের জবাবে উইন্ডিজের রান ৬ উইকেটে ২৬৮। জশুয়া ডি সিলভা ৯ ও কেভিন সিনক্লিয়ার শূন্য রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

জোড়া ফিফটিতে জবাব দিয়েছে অতিথিরা। ওপেনিংয়ে নেমে কির্ক ম্যাকেনজি ৯১ রানের ঝলমলে ইনিংস খেলেন। ১২২ বলে ৯ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে স্পিনার সাইফ হাসানের শিকার হন এই ব্যাটসম্যান। অফস্পিনারের হাওয়ায় ভাসানো বল ড্রাইভ করতে গিয়ে আফিফের হাতে ক্যাচ দেন কির্ক। কেচি চার্টির ব্যাট থেকে আসে ৬৮ রান। দিনের শেষ ওভারের আগের ওভারে রান আউট হন এই ব্যাটসম্যান। ফাইন লেগে বল পাঠিয়ে ২ রান নিতে গিয়ে রিশাদের সরাসরি থ্রোতে রান আউট হন কেচি। রেমন রেইফার ৩৭ ও অ্যালিক অ্যাথানজের ব্যাট থেকে আসে ৪৫ রান। ত্যাগনারায়ণ চন্দ্ররপল ৪ রানের বেশি করতে পারেননি। রানের খাতা খোলার আগেই আউট হন ব্রেন্ডন কিং। বল হাতে সাইফ হাসান ২ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা। সকালে বাংলাদেশ ‘এ’ দল ৬২ রান যোগ করে শেষ ৫ উইকেট হারায়। শাহাদাত হোসেন দিপু তুলে নেন ফিফটি। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৭৩ রান। ১২৪ বলে ১০ চার ও ২ ছক্কায় সাজান এই ইনিংস। ২৩৯ মিনিট ক্রিজে কাটানোর পর ম্যাকালিস্টারের বলে আউট হন ডানহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ৫ উইকেট নেন পেসার আকিম জারদান। দুটি করে উইকেট পেয়েছেন অ্যান্ডারসন ফিলিপ ও কেভিন সিনক্লিয়ার।