ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভিনির কার্ড বাতিলে বিস্মিত জাভি

ভিনির কার্ড বাতিলে বিস্মিত জাভি

ভ্যালেন্সিয়ার মাঠে গত রোববার প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতি করে লাল কার্ড দেখেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। শাস্তি পাওয়ার দুই দিনের মাথায় তুলে নিয়েছে স্প্যানিশ রয়্যাল ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা কমিটি; এমন সিদ্ধান্তে আশ্চর্য হয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

মেস্তায়ায় রোববারের লা লিগা ম্যাচে ভ্যালেন্সিয়া দর্শকদের বর্ণবাদী মন্তব্যের শিকার হন ভিনিসিয়ুস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্বাগতিক খেলোয়াড় হুগো দুরোর সঙ্গে গোলমাল বাঁধিয়ে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান উইঙ্গার। এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতেন তিনি। কিন্তু রিয়ালের অভিযোগের ভিত্তিতে ভিডিও রিপ্লেতে নতুন ঘটনা উঠে আসে। দেখা যায়, দুরোই শুরুটা করেছিলেন তার ঘাড়ে ধাক্কা দিয়ে। যে ভিএআর দেখে রেফারি লাল কার্ড দিয়েছিলেন, সেই অংশে সেটি ছিল না। তাতে করে সিদ্ধান্ত পাল্টে ভিনিসিয়ুসের লাল কার্ড বাতিল করা হয়। পাশাপাশি জরিমানাও গুনতে হচ্ছে ভ্যালেন্সিয়াকে। পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে স্টেডিয়ামের যে স্ট্যান্ড থেকে বর্ণবাদী মন্তব্য এসেছিল, সেই অংশকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত