ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চ্যাম্পিয়ন বার্সার টানা হার

চ্যাম্পিয়ন বার্সার টানা হার

বার্সেলোনার আগেই লা লিগা চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়েছে। যে কারণে লিগের শেষ দিকে অনেকটা নির্ভার ন্যু ক্যাম্পের ক্লাবটি। তবে এর খেসারত পরপর দুই ম্যাচেই দিতে হলো দলটিকে। গত মঙ্গলবার রাতে লিগ ম্যাচে ৩-১ গোলে রিয়াল ভায়াদোলিদের কাছে হেরেছে জাভির শিষ্যরা। এ হারের পরও ৩৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮৫। ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭১। মাদ্রিদের দল দুটি একটি করে ম্যাচ কম খেলেছে।

শুরুতেই বার্সেলোনার রক্ষণের পরীক্ষা নেয় ভায়াদোলিদ, দারউইন মাচিসের বাড়ানো ক্রস ছয় গজ বক্সের বাইরে থেকে হেডে ক্লিয়ার করতে গিয়ে জালে পাঠান ডেনিশ ডিফেন্ডার ক্রিস্টেনসেন। কিছুই করার ছিল না গোলরক্ষক মার্ক-টের স্টেগেনের। এগিয়ে গিয়ে আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে ভায়াদোলিদ। পরের ১০ মিনিটে আরো কয়েকটি ভালো আক্রমণ করে। ১৩ মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণ শাণাতে পারে বার্সেলোনা। কোনাকুনি শট নেন রাফিনিয়া, কিন্তু গোলরক্ষককে এড়াতে পারেননি। ২২ মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন কাইল ল্যারিন। ডি-বক্সে গনসালো প্লাতাকে ডিফেন্ডার এরিক গার্সিয়া ফাউল করলে পেনাল্টিটি পায় ভায়াদোলিদ। দুই গোল খাওয়ার পর যেন তেতে ওঠে বার্সেলোনা। পরপর দুই মিনিটে দারুণ সুযোগও পায় তারা; কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় রুখে দেন জর্দি মাসিপ। দ্বিতীয়ার্ধেও আত্মবিশ্বাসের সঙ্গে দারুণ সব আক্রমণ করতে থাকে ভায়াদোলিদ। চেষ্টা করতে থাকে বার্সাও, কিন্তু উজ্জীবিত স্বাগতিকদের সামনে সুবিধা করতে পারছিল না লেভানদোভস্কিরা। ৭৩ মিনিটে ঘুরে দাঁড়ানোর আশা অনেকটা শেষ হয়ে যায় বার্সেলোনার। দারুণ এক প্রতি-আক্রমণে স্কোরলাইন ৩-০ করেন প্লাতা। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়তে পারতো আরও। তবে লুকাস রোসার শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাধা পায় পোস্টে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত