এশিয়া কাপ

‘হাইব্রিড মডেল’ মেনে নিল ভারত!

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

দীর্ঘ নাটকীয়তা এবং জল্পনার পর এ বছরের এশিয়া কাপ নিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাইব্রিড মডেলের এশিয়া কাপ খেলতে রাজি হয়েছে ভারত। এই মডেল অনুযায়ী, ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। আর বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানের মাটিতে। এখন ভারতের ম্যাচগুলোর জন্য ভেন্যু নির্ধারণ করা বাকি আছে। আগামী ২৮ মে আইপিএল ফাইনালের দিন নাকি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

গতকাল বৃহস্পতিবার বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে পাকিস্তানের দ্য নিউজ জানায়, হাইব্রিড মডেলে অনুমোদন দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। এ বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জয় শাহ বলেছেন, ‘এশিয়া কাপের ভেন্যুর সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। আমরা এখন আইপিএল নিয়ে ব্যস্ত। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা আইপিএলের ফাইনালে আসছেন। তখন এ নিয়ে আলোচনা কবে। সময়মতো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে।’ এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে রাজনৈতিক কারণে ভারতীয় দল সে দেশের মাটিতে খেলতে রাজি নয়। অচলাবস্থা কাটাতে পিসিবি হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেয়।