বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

হেড কোচ ছাড়াই ক্যাম্প

প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আগামী ১৪ জুন থেকে মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। আর সাদা পোশাকের এই ম্যাচটি সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্যাম্প। যদিও শুরুর দিন থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ আরো বেশ কয়েকজন ক্রিকেটার। তবে প্রধান কোচ হাথুরুসিংহে না থাকায় টাইগারদের দায়িত্ব সামাল দেবেন সহকারী কোচ নিক পোথাস। এছাড়া ক্যাম্পের প্রথম দিন কোচিং প্যানেলের আরো কয়েকজন থাকছেন। এর মধ্যে পাওয়া যাবে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ট্রেনার নিক লিকেও। গতকাল বাংলাদেশে আসার কথা ছিল পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। জাতীয় দলের সহকারী কোচ থাকায় প্রধান কোচ হাথুরুসিংহের আগের মতো ঢাকায় ফেরার তাড়াহুড়ো নেই। নিক পোথাসের অধীনে লিটন কুমার দাসদের ক্যাম্প শুরু করার পরিকল্পনা করা হলেও প্রধান কোচ চন্ডিকা অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন ৩ জুন। দেরিতে ফিরলেও ক্যাম্পের ছক চন্ডিকারই করা। অনুশীলনের সূচি তৈরি করে কোচিং স্টাফের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছেন তিনি।

আসন্ন এই প্রাথমিক ক্যাম্পের জন্য ২৫ সদস্যকে রাখা হবে বলে জানা গেছে। গতরাতেই ঘোষণা হওয়ার কথা ছিল ক্রিকেটারদের নাম। এদিকে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিলেটে মঙ্গলবার শুরু হচ্ছে তৃতীয় ও শেষ চার দিনের ম্যাচ। যে কারণে থাকবেন না মুমিনুল হক-শরীফুল ইসলামরা।

আফগানদের বিপক্ষে টেস্টে অধিনায়ক হিসেবে থাকবেন লিটন দাস। কেননা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে লিটনই সামলাবেন দায়িত্ব এমনটাই আভাস দিয়েছেন বিসিবি সভপতি নাজমুল হাসান পাপন। সেক্ষেত্রে উইকেটের পেছনে দায়িত্ব পালনের জন্য স্কোয়াডে ফিরতে পারেন নুরুল হাসান সোহান।

স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ট্রেনার নিকোলাস লিও ক্যাম্পের প্রথম দিন থেকেই কাজ করবেন। তবে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ঢাকায় ফিরবেন ৩১ মে। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের ক্যাম্প কাল থেকে শুরু হলেও গতকাল পর্যন্ত টেস্টের স্কোয়াড দেওয়া হয়নি। মুমিনুল হকদের ‘এ’ দলের শেষ ম্যাচে রাখায় টেস্ট দলের সবাই কাল থেকে থাকতে পারবেন না। ম্যাচে থাকায় মুমিনুলদের অনুশীলনের খুব একটা প্রয়োজন হবে না। তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা লাল বলে একাগ্রভাবে অনুশীলন করবেন হয়তো। পেস বোলিং ইউনিটকেও তৈরি হতে হবে আফগান ব্যাটারদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য।