ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লতার সেঞ্চুরি, সোনিয়া-ফাহিমার ৪

লতার সেঞ্চুরি, সোনিয়া-ফাহিমার ৪

নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ১০ ম্যাচে রানের দেখা নেই লতা মন্ডলের। গত শ্রীলঙ্কা সফরে ২টি ওয়ানডে ম্যাচে দলে থাকলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি, টি-টোয়েন্টি সিরিজে খেলার সুযোগই পাননি। নিজেকে ফিরে পেতে তাই বেছে নিয়েছেন নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে। গতকাল ফতুল্লায় খেলাঘরের এই টপ অর্ডার ব্যাটসম্যান করেছেন কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমীর বিপক্ষে সেঞ্চুরি (১০১ বলে ৯ বাউন্ডারিতে ১০০*)। লতার সেঞ্চুরি ও তাজ (৫২), স্বর্ণার (৪১*) ব্যাটিংয়ে কেরানীগঞ্জ একাডেমীকে রান পাহাড়ে চাপা দিয়েছে (২৮১/৫) খেলাঘর। অধিনায়ক লতা মন্ডলের সেঞ্চুরির ইনিংস প্রাণভরে উপভোগ করার উপলক্ষ এনে দিয়েছেন খেলাঘরের লেগ স্পিনার ফাহিমা খাতুন। মাত্র ৪ রানে পেয়েছেন তিনি ৪ উইকেট (৭-৪-৩-৪)। বাঁ হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা পেয়েছেন ৩ রানে ৩ উইকেট (৭-৩-৭-৩)। এই স্পিন জুটির ভয়ংকর বোলিংয়ে কেরানীগঞ্জ মাত্র ৩৬ রানে ইনিংস গুটিয়ে ফেলেছে। ২৪৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে খেলাঘর সমাজ কল্যাণ সংঘ।

বিকেএসপিতে আবাহনী ৬ উইকেটের বিশাল ব্যবধানে সিটি ক্লাবকে হারিয়েছে ফাতেমা জাহান সোনিয়ার ভয়ংকর বোলিংয়ে (১০-৫-১৩-৪)। সিটি ক্লাবকে ১২৪/৯এ আটকে ফেলে আবাহনীও পড়েছিল বিপদে। দ্বিতীয় ওভারে দুই ওপেনার মুরশিদা (২), শারমিন সুলতানা (০) ও ১০ম ওভারে আফিয়া (২৭), ইসমা (৩) ফিরে গেলে আবাহনীর স্কোর ছিল ৩৫/৪। সেখান থেমে ৫ম জুটির (শিভানি ৩২*, শম্পা ৩৫*) অবিচ্ছিন্ন ৯০ রানে ১৩.৪ ওভার হাতে রেখে ৬ উইকেটে জিতে যায় আবাহনী।

তৃতীয় দিনে দাপট দেখাল বৃষ্টি। থেমে থেমে আসা বৃষ্টিতে ভেসে গেল দিনের দুটি ম্যাচই। বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৩৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫১ রান করে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ। ফিফটির সম্ভাবনা জাগিয়েও ছুঁতে পারেননি নিগার সুলতানা, ফারজানা হক। আগের ম্যাচে সেঞ্চুরি করা নিগার অপরাজিত থাকেন ৪১ রানে। সেদিন ৯২ রানের অপরাজিত ইনিংস খেলা ফারজানার এবারের সংগ্রহ অপরাজিত ৩৯ রান। টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৮ রান পায় রুপালি ব্যাংক। সাথি রানি আউট হন ৩৬ বলে ৩৩ রান করে। ৯০ রানের মাথায় আরেক ওপেনার ফারজানা আক্তার ফেরেন ৩৪ রান করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত