বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত

প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ব্যাট হাতে অসাধারণ বছর কাটানোর স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ক্রিকেটার লিটন দাস। বর্ষসেরা পুরুষ ক্রিকেটারও হয়েছেন তিনি। প্রথম রানারআপ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা ও দ্বিতীয় রানারআপ তীরন্দাজ নাসরিন আক্তার। আর দর্শকদের ভোটে লিটন দাসকে পেছনে ফেলে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন সাবিনা। তিনি পেয়েছেন ৫১.৪১ শতাংশ ভোট। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়েগতকাল বিজয়ী ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছে বিএসপিএ। সনাৎ বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন- এআইপিএসের সহ-সভাপতি মোবারক আলবোয়াইন, সাধারণ সম্পাদক আমজাদ মালিক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বিসিবি সভাপতি নাজমুল হাসানরাও উপস্থিত ছিলেন।