ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেসিকে ধন্যবাদ এমবাপ্পের

মেসিকে ধন্যবাদ এমবাপ্পের

ফরাসি লিগ ওয়ান এখনো শেষ হয়নি, আরও এক রাউন্ডের খেলা বাকি আছে। এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে পিএসজি। লিগ ওয়ানের বিভিন্ন ক্ষেত্রে সেরাদের পুরস্কৃতও করা হয়ে গেছে। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন পিএসজির তারকা এমবাপ্পে। ১৯৯৪ সাল থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে লিগ ওয়ান। কিন্তু কোনো ফুটবলারই এমবাপ্পের মতো টানা চারবার জিততে পারেননি। টানা তিনবার জিতেছেন সাবেক পিএসজি ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। রোববার রাতে লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেওয়া হয় এ মৌসুমে ২৮ গোল করা এমবাপ্পের হাতে। এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পেই। তবে তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন অলিম্পিক লিওঁর আলেক্সান্দ্রে লাকাজেত, ২৭ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন। ২৪ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন লিলের কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথান ডেভিড।

এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে অবদান আছে লিওনেল মেসিরও। মৌসুমজুড়েই পিএসজি সতীর্থদের দিয়ে গোল করানোয় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন ধারাবাহিক। লিগে মেসির অ্যাসিস্ট এখন পর্যন্ত ১৬টি। এর বেশির ভাগই এমবাপ্পের গোলে। স্বাভাবিকভাবেই লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে মেসিকে ধন্যবাদ দিয়েছেন এমবাপ্পে। প্রথম খেলোয়াড় হিসেবে লিগ ওয়ানে চারবার সেরার পুরস্কার পাওয়া এমবাপ্পে পুরস্কার নিতে গিয়ে বলেছেন, ‘অবশ্যই আমি লিওকে ধন্যবাদ জানাতে চাই। সব খেলোয়াড়ের মতো সেও আমাকে অনেক সাহায্য করেছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত