ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তৃপ্তি নিয়ে প্রিয় আঙিনা থেকে বিদায়

তৃপ্তি নিয়ে প্রিয় আঙিনা থেকে বিদায়

ছেলেবেলায় সার্র্জিও বুসকেতসের কাছে বার্সেলোনার ন্যু ক্যাম্প ছিল স্বপ্নের আঙিনা। এই মাঠে খেলা দেখতে আসতেন, চোখ রাখতেন টিভি পর্দায়। আর কল্পনার রঙে ছবি আঁকতেন, ফুটবল পায়ে ছুটে বেড়াবেন সবুজ ঘাসে। এখন ৩৪ বছর বয়সে সেই আঙিনায় দাঁড়িয়ে পেছন ফিরে তাকিয়ে বুসকেতসের তৃপ্তিময় উপলব্ধি, তার প্রাপ্তিগুলো ছাড়িয়ে গেছে প্রত্যাশাকেও। শৈশবের স্বপ্নের পথ ধরে ছুটে যে মাঠে ১৫ বছর ধরে তার দাপুটে বিচরণ, যেখানে খেলে তিনি হয়ে উঠেছেন ক্লাবের বড় ভরসা, নিজেকে তুলে নিয়েছেন সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের উচ্চতায়, যেখানে ভূমিকা রেখেছেন ক্লাবের অসংখ্য স্মরণীয় জয় আর অর্জনে, নিজেকে রাঙিয়েছেন সাফল্যের স্রোতে, সেই ন্যু ক্যাম্পে শেষ ম্যাচটি খেলে ফেললেন রোববার। রিয়াল মায়োর্কাকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। এই মৌসুমে লা লিগায় তাদের আরও একটি ম্যাচ বাকি। তবে অনেক আগেই শিরোপা নিশ্চিত করা ক্লাবটি শেষ ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে।

২০২২-২৩ মৌসুম দিয়ে ক্লাব ছাড়ছেন বার্সেলোনার অনেক সাফল্যের স্বাক্ষী বুসকেতস ও ডিফেন্ডার জর্দি আলবা। ঘরের মাঠে তাদের শেষ ম্যাচ ছিল মায়োর্কার বিপক্ষে। দ্বিতীয়ার্ধে যখন তুলে নেয়া হয় বুসকেতসকে, প্রায় ৮৯ হাজার দর্শকে ভরা গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানায় তাকে। বিদায়ের আবেগে তার চোখ বেয়ে নামে অশ্রু-জোয়ার হয়ে, সতীর্থদের সবাইকে আলিঙ্গনে জড়ান তিনি। দর্শকদের কণ্ঠে তখন তার নামেই চিৎকার। ম্যাচ শেষে বুসকেতস বলেন, সব পাওয়ার তৃপ্তি নিয়ে বার্সেলোনা ছাড়ছেন তিনি। বিদায়কে বলছেন সাময়িক, ফেরার ঘোষণা দিয়ে রাখলেন, ‘স্বপ্ন ছাড়িয়ে যাওয়ার’ তৃপ্তি নিয়ে প্রিয় আঙিনা থেকে বুসকেতসের বিদায়, ‘স্বপ্ন দেখতাম, একদিন আমি এই স্টেডিয়ামে খেলব। যখন ছোট্ট ছিলাম, এই মাঠে আসতাম খেলা দেখতে। প্রতিপক্ষের মাঠেও দেখতে গিয়েছি। টিভিতে দেখেছি খেলা। বিশ্বের সেরা ক্লাবের একজন আমি, এই গৌরবের অনুভূতি কখনও কেউ কেড়ে নিতে পারবে না। এখন চলে যাচ্ছি। তবে ছেলেবেলায় যে স্বপ্ন দেখতাম, সব পূরণ হয়েছে। সত্যি বলতে, কল্পনার চেয়েও বেশি পেয়েছি। এত বছর এখানে থাকা, এত শিরোপা জিততে পারা, সব কিছু মিলিয়ে এই ক্লাব সবসময় হৃদয়ে থেকে যাবে। সবশেষে বলব, এটি বিদায় নয়, ফিরব খুব শিগগিরই।’ বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা, তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, সাতটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, সাতটি করে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপসহ দলীয়-ব্যক্তিগত অনেক অর্জনকে সঙ্গী করে বিদায় নিচ্ছেন বুসকেতস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত