ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এফএ কাপ ফাইনাল

সিটি কোচ চিন্তিত

সিটি কোচ চিন্তিত

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি, তাদের সামনে আরো দুটি টুর্নামেন্টের ফাইনাল। একটি চ্যাম্পিয়ন্স লিগ, অন্যটি এফএ কাপ। আগামী ৩ জুন এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যান সিটি। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিতায় সিটি কোচ পেপ গার্দিওলা। কেভিন ডি ব্রুইনে, জ্যাক গ্রিলিশ ও রুবেন দিয়াসদের মতো তারকাদের রয়েছে হালকা চোট। লিগে নিজেদের শেষ ম্যাচের পর সিটি কোচ গার্দিওলা বলেন, ‘এই মুহূর্তে ঠিক বলতে পারছি না, তবে আমি আশাবাদি। রুবেন, জ্যাক ও কেভিন খেলতে পারেনি, এটা সত্যি। মনে হয় তারা প্রস্তুতি নেবে। কিন্তু অনুশীলনে তাদের প্রস্তুত করা কঠিন হবে। সেজন্য আমাকে আজকে (রোববার রাতে) যারা খেলেছে তাদের দেখতে হয়েছে। চ্যাম্পিয়ন ম্যান সিটি অবশ্য প্রিমিয়ার লিগের শেষ দিনে শেষ ম্যাচে ১-০ গোলে হেরে গেছে ব্রেন্টফোর্ডের কাছে। অবশ্য গার্দিওলা মাঠে নামাননি আরলিং হালান্ড ও কেভিন ডি ব্রুইনদের। তাদের ছাড়া অন্তত একটি ড্র যথোপযুক্ত ফল হতো সিটির জন্য। কিন্তু শেষ ম্যাচে তারা জয় বা ড্র করার মতো ইনটেনসিটি ধরে রাখতে পারেনি রিয়াদ মাহরেজ-ফিল ফোডেনরা। ব্রেন্টফোর্ড একমাত্র দল যারা এই মৌসুমে সিটিকে দুইবার হারিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত