নারী ক্রিকেটারদের লঙ্কান কোচ নির্বাচক মঞ্জু ছাঁটাই

প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ম্যানেজারের পর জাতীয় নারী দলের নির্বাচক পদ থেকে সরিয়ে দেয়া হলো মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে। সবশেষ জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের আগে মঞ্জুকে ম্যানেজার পদে দেখা যায়নি। সেই সফরে দল নির্বাচন নিয়ে তার বিরুদ্ধে সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল। এর বাইরেও তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছিল। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ পদে বিতর্ক ছড়াচ্ছিল। এজন্য তাকে সরিয়ে দিয়েছে বিসিবি। শ্রীলঙ্কা সফর শেষ হবার তিন সপ্তাহের ভেতরেই মঞ্জু হারালেন নির্বাচক পদ। গতকাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংসের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। নারী দলের নির্বাচক পদে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন ও সজল আহমেদ চৌধুরী। প্রয়োজনে প্যানেলে আরো একজন যুক্ত করার চিন্তাও আছে বিসিবির।

জাতীয় নারী ক্রিকেট দলকে ঢেলে সাজাতে নতুন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। প্রধান কোচ হাশান তিলকরত্নের পাশাপাশি বোলিং কোচও একজন শ্রীলঙ্কান। লঙ্কান সাবেক ক্রিকেটার দিনুকা হেটিয়ারাচ্চি যুক্ত হচ্ছেন নিগার সুলতানা জ্যোতিদের দলে। ৪৬ বছর বয়েসী দিনুকা শিগগিরই যোগ দেবেন কাজে। ২০০১ সালে শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট খেলেন দিনুকা। ওই একটি ম্যাচেই সীমাবদ্ধ তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ২৩৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা দিনুকা পরে কোচিং পেশায় যুক্ত হয়ে যান। মেয়েদের ক্রিকেটকে ঢেলে সাজাতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। শফিউল আলম চৌধুরী নাদেল জানান, জাতীয় দলের পাইপ লাইন মজবুত করতে গেম ডেভেলপমেন্টে দেশের দুই অভিজ্ঞ কোচ ওয়াহিদুল গনি ও দীপু রায় চৌধুরীকে নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের সহযোগিতার জন্য গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে আরো চারজন নেবে বিসিবি। শফিউল আলম চৌধুরী নাদেল মুঠোফোনে বলেছেন, ‘পুরো নারী বিভাগ নতুন করে সাজাতে চাচ্ছি। যেন লম্বা সময় নিয়ে পরিকল্পনা করে কাজ করা যায়। তাই নিজেদের বিভাগটাকে আরো বড় করছি।’ নারী ক্রিকেট দল এখন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত। জুনে ইমার্জিং দল যাবে হংকংয়ে খেলতে। মাসের শেষ দিকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ভারত নারী ক্রিকেট দল।