ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মোহামেডানে চলছে শিরোপা উৎসব

মোহামেডানে চলছে শিরোপা উৎসব

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গত মঙ্গলবার ফেডারেশন কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় মোহামেডান। ভরপুর উত্তেজনা ও পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছিল ৪-৪ সমতায়। টান টান উত্তেজনার এক ফাইনালে ৯ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে সাদা-কালো শিবির। সে সঙ্গে ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছে তারা। স্বাভাবিকভাবেই ক্লাব প্রাঙ্গণে চলছে উৎসব, গতকালও ব্যতিক্রম ছিল না। সাদা-কালো ভক্ত, সমর্থক, কর্মকর্তাদের পদচারণায় মুখরিত ক্লাব প্রাঙ্গণ। সন্ধ্যায় ক্লাব কর্তাদের বৈঠকের পর মোহামেডানের শিরোপা উদযাপন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে- জানিয়েছেন ক্লাবের পরিচালক আবু হাসান চৌধুরি প্রিন্স, বলেন।

ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় আগামী এএফসি কাপে খেলার সুযোগ রয়েছে মোহামেডানের সামনে। এ বছর ক্লাব লাইসেন্সিং না করলেও আগামী এএফসির জন্য ক্লাব লাইসেন্সিংয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন প্রিন্স, ‘আমরা ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করব। এর আগে আমাদের কাগজে কিছু স্বল্পতা ছিল। আর দলের পজিশনও তেমন ছিল না। তাই ক্লাব লাইসেন্সিং করা হয়নি। এবার আমরা যোগাযোগ করব তাদের সঙ্গে।’

ক্যাসিনোকাণ্ডের পর মোহামেডান ক্লাব যখন গভীর সংকটে, তখন বাদল রায়ের নেতৃত্বে কয়েকজন সাবেক ফুটবলার ও সংগঠক ক্লাবের হাল ধরেন। বাদল রায়ের সেই হাল ধরার ফলে মোহামেডানের বর্তমান অবস্থান। সেই বাদল রায়ের শহর কুমিল্লায় চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। তবে দেখতে পেলেন না তিনি। ২০২০ সালের নভেম্বরে দুনিয়া থেকে বিদায় নেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক ও ফুটবল সংগঠক। তার স্মরণে ক্লাবের কোনো পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে প্রিন্স বলেন, ‘তার জন্যই আমরা মাঠটা পেয়েছি। আমাদের মনে-প্রাণে বাদল দা সবসময়ই আছেন। বোর্ড অব ডিরেক্টরের সকলেই দাদাকে শ্রদ্ধারে সঙ্গে স্মরণ করেন।’

চ্যাম্পিয়ন হলে ৪০ লাখ টাকা বোনাসের ঘোষণা আগে দিয়েছিলেন ক্লাবের অন্যতম পরিচালক ও ফুটবল কমিটি চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। ফাইনালের রাতে উৎসবের সময় দিয়েছেন আরও প্রায় ১০ লাখ টাকা বোনাস ঘোষণা। মোহামেডানকে চ্যাম্পিয়ন করার তিন কারিগর ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে ৫ লাখ এবং দুই গোলরক্ষক সুজন এবং বিপু ২ লাখ করে অতিরিক্ত বোনাস পাবেন। দুয়েক দিনের মধ্যেই অর্ধকোটি টাকার বোনাস পেয়ে যাবেন তারা, এমনটাই জানিয়েছেন আবু হাসান চৌধুরি প্রিন্স।

সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনে নানা নেতিবাচক বিষয় আলোচনায় ছিল। সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় মোহামেডানের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। শুধু ফুটবল নয় গোটা ক্রীড়াঙ্গনই এখন মোহামেডানময়। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির এই সাফল্য ক্রীড়াঙ্গনের গণ্ডি পেরিয়ে স্পর্শ করেছে নাগরিক সমাজেও। দীর্ঘদিন পর মোহামেডানের এই সাফল্যে অতীত স্মৃতি রোমান্থন করছেন ক্রীড়াপ্রেমীরা।

ফুটবলের এই সাফল্য ক্লাবের জন্য খুবই জরুরি ছিল বলে মনে করেন মোহামেডানের ক্রিকেট দলের অন্যতম কিংবদন্তি মিনহাজুল আবেদীন নান্নু, ‘মোহামেডান ক্লাব বেশ কিছু দিন ধরেই শিরোপা খরায় ভুগছিল। ফুটবল, ক্রিকেট কোথাও চ্যাম্পিয়ন ট্রফি আসছিল না। সেই মুহূর্তে ফুটবলের এই ট্রফি ক্লাবের জন্য খুবই প্রয়োজন ছিল’। জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার ফুটবল দিয়ে ক্রীড়াবিদ ক্যারিয়ার শুরু করেছিলেন। বিসিবি’র প্রধান নির্বাচক নান্নু এখনো ফুটবলের খোঁজখবর রাখেন, ‘ব্যস্ততার মধ্যেও জাতীয় ফুটবল দলের খেলা খুব একটা মিস হয় না। মোহামেডানের ম্যাচগুলোও দেখার চেষ্টা করি।’

মোহামেডানের এই সাফল্যে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দুবাই থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবেই, ‘মোহামেডানের এই সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্যই ইতিবাচক। আবাহনী ও মোহামেডান দুই জনপ্রিয় ক্লাবেরই অগণিত সমর্থক রয়েছে। মোহামেডানের এই শিরোপা তাদের কোটি সমর্থকদের জন্য একটি উৎসবের উপলক্ষ্য। মোহামেডান এই সময় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবলই উপকৃত হয়েছে।’

অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ানের সঙ্গে একমত অভিষেক ওয়ানেড অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুও। মোহামেডানের এই সাফল্য ইতিবাচক প্রভাব ফেলবে দেশের ক্রীড়াঙ্গনে। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক ঘরোয়া ক্রিকেটে আবাহনীর অধিনায়ক থাকাবস্থায় মোহামেডান গ্যালারিতে ফুটবল ম্যাচ দেখেছেন অনেক। বর্তমান সময়ে ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের দাপট। টানা চারবার লিগ চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড করেছে দলটি। সেই দলটির সভাপতি ইমরুল হাসানও মোহামেডানের সমর্থক। ফুটবলে দর্শক ফেরাতে মোহামডোনকে দায়িত্ব নেয়ার আহ্বান ইমরুলের, ‘বাংলাদেশের ফুটবলে দর্শক ফেরাতে হলে আবাহনী ও মোহামেডান দুই জনপ্রিয় দলকেই সেরা দল গড়তে হবে। আবাহনী শিরোপা জিতছে এবং লড়াইয়েও থাকছে কিন্তু মোহামেডান দীর্ঘদিন শিরোপা পায়নি। এতে সমর্থকরা বিমুখ ছিল। মোহামেডানের শিরোপা ধারাবাহিক হলে সমর্থকরা গ্যালারিতে স্থায়ী হবে।’

আবাহনী-মোহামেডান দুই ঐতিহ্যবাহী দল শিরোপার জন্য দল গড়লে নবাগত কিংসের জন্য চ্যালেঞ্জ হলেও ফুটবলের জন্য পজিটিভ মনে করেন, ‘দিন শেষে এক দলই চ্যাম্পিয়ন হবে। আবাহনী-মোহামেডান শিরোপা জয়ের মতো দল গড়লে দর্শকরা মাঠে ফিরবে এবং বসুন্ধরার পাশাপাশি আরো কিছু দল এলে ফুটবলেরই উন্নয়ন হবে।’

মোহামেডানের সোনালি দিনের তারকা ফুটবলার ও বর্তমান গোলরক্ষক কোচ ছাইদ হাসান কানন। তাদের ক্যারিয়ারে ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপের ট্রফি ছিল খুবই সাধারণ বিষয়। লিগ শিরোপাতেই থাকত তাদের মূল মনোযোগ। ১৪ বছর পর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়ে মোহামেডানের চোখ এখন লিগের দিকে। ২০০২ সালের পর আর লিগ চ্যাম্পিয়ন হয়নি দলটি। লিগ শিরোপায় চোখ রেখে কানন বলেন, ‘একটি শিরোপা ক্লাবের চেহারা অনেকটাই বদলে দিয়েছে। একটা উৎসবের আমেজ সব জায়গায়। এখন আমাদের লিগের শিরোপার জন্য প্রস্তুত হতে হবে।’

মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীবও পেশাদার লিগে মোহামেডানের শিরোপা সূচনা করতে উদগ্রীব, ‘২০০৭ সাল থেকে পেশাদার লিগ শুরু কিন্তু আমরা এখনো চ্যাম্পিয়ন হতে পারিনি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়তে চাই।’ ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ায় আগামী মৌসুমে এএফসি কাপের প্লে অফ খেলার সুযোগ থাকছে মোহামেডানের। এএফসি কাপে খেলতে হলে ক্লাব লাইসেন্সিং সনদ প্রয়োজন। অনেক কাগজপত্র দিয়েও কিছু শর্তের জন্য এই সনদ পায়নি মোহামেডান। তবে আগামীতে এই সনদ আদায় করে ২০০৫ সালের পর আন্তর্জাতিক অঙ্গনেও খেলতে চায় মোহামেডান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত