ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফরাসি ওপেনে নতুন বিতর্কে জোকোভিচ

ফরাসি ওপেনে নতুন বিতর্কে জোকোভিচ

বিতর্কে জড়িয়ে পড়লেন নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনের প্রথম ম্যাচ জেতার পর টেলিভিশনের ক্যামেরায় কসোভো নিয়ে নিজের মতামত লিখে দেন। ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের বক্তব্য জন্ম দিয়েছে নতুন বিতর্কের। আলেকজান্ডার কোভাসেভিচকে ৬-৩, ৬-২, ৭-৬ ব্যবধানে হারিয়েছেন জোকোভিচ। সহজ জয়ের পর কোর্ট ছাড়ার আগে তার সই বা শুভেচ্ছা বার্তার জন্য এগিয়ে দেয়া হয় টেলিভিশন ক্যামেরার লেন্স। সেখানে জোকোভিচ লেখেন- ‘কসোভো হলো সার্বিয়ার হৃদয়। হিংসা বন্ধ হোক।’ তার এই লেখা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তার বক্তব্যের মধ্যে সার্বিয়ার রাজনৈতিক এবং কূটনৈতিক অবস্থান প্রকাশ পেয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন এলাকা হিসাবে আত্মপ্রকাশ করেছিল কসোভো। তার আগে সার্বিয়ারই একটি প্রদেশ ছিল কসোভো। রাষ্ট্রপুঞ্জের ১০১টি সদস্য দেশ কসোভোকে এখনো সার্বিয়ার অংশ বলেই মনে করে। সার্বিয়াও কসোভোর পৃথক অস্তিত্বকে স্বীকৃতি দেয় না। আবার আমেরিকাসহ ১১৫টি দেশ কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। ১৯৯৯ সাল থেকে কসোভো রয়েছে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে। দক্ষিণ ইউরোপের এই অংশে ১৯ লক্ষ মানুষের বসবাস। স্বাধীন ও সার্বভৌম্য রাষ্ট্রের দাবিতে এখনো লড়াই-আন্দোলন চালাচ্ছে কসোভোর সাধারণ মানুষ। সেই কসোভোকে সার্বিয়ার অংশ বলে মন্তব্য করেছেন জোকোভিচ। পরে নিজের লেখার সপক্ষে জোকার বলেন, ‘কসোভো আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কসোভো আমাদের দুর্গ। কসোভো নিয়ে ক্যামেরার লেন্সে আমার লেখার পেছনে অনেক কারণ রয়েছে।’

ন্যাটোর শান্তি বাহিনীর সদস্যরা সার্ব বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে। নবনির্বাচিত আলবেনিয়ান মেয়রের অপসারণ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন স্থানীয় সার্বরা। তারা মেয়র নির্বাচনেও অংশ নেননি। প্রথমে তারা পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। ২৫ জন নিরাপত্তা কর্মী এবং ৫০ জন বিক্ষোভকারী আহত হন। এই ঘটনা কেন্দ্র নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তার পর জোকোভিচের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তার বিরুদ্ধে ফরাসি ওপেনের আসরে অবাঞ্ছিত ভাবে রাজনীতি টেনে আনার অভিযোগে সরব হয়েছেন ক্রীড়াপ্রেমীদের একাংশ। যদিও জোকোভিচ বলেছেন, ‘আমি রাজনীতিবিদ নই। রাজনৈতিক বিতর্ক তৈরি করার কোনো আগ্রহ নেই আমার। জানি বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। আমি শুধু মনের কথা বলেছি। কারণ যা ঘটেছে, সেটা আমাকে দুঃখ দিয়েছে।’ কেন ফরাসি ওপেনের আসরে এই মন্তব্য করলেন? জোকোভিচ বলেছেন, ‘কসোভোয় যা হয়েছে, একজন সার্ব হিসেবে আমি ব্যথিত। যে কোনো ধরনের হিংসা বা অশান্তির বিরুদ্ধে আমি। যুদ্ধ চাই না। একজন খ্যাতনামী হিসেবে আমার কিছু দায়িত্ব রয়েছে। আমার বাবার জন্ম কসোভোয়। তাই আমার বাড়তি কিছু দায়িত্ব রয়েছে। কসোভো নিয়ে আমার আবেগ রয়েছে। সব সময় দেশ এবং দেশবাসীর পাশে থাকতে চাই।’

এদিকে ফরাসি ওপেনে পেইটন স্টার্নসের স্বপ্নময় যাত্রা অব্যাহত রয়েছে। গ্র্যান্ড স্ল্যামে ক্যারিয়ারের প্রথম দুটি জয়ই রোলাঁ গাঁরোয় পেলেন তিনি। এখানে নারী এককে ২০১৭ সালের চ্যাম্পিয়ন ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনি। রোলাঁ গাঁরোয় নিজের অভিষেক আসরে গতকাল লাটভিয়ার ১৭তম বাছাই ওস্তাপেঙ্কোকে ৬-৩, ১-৬, ৬-২ গেমে হারান স্টার্নস। ২১ বছর বয়সি এই খেলোয়াড় নিজ দেশের বাইরে প্রথম গ্র্যান্ডস্ল্যামে খেলছেন। গত বছর ইউএস ওপেন দিয়ে মেজরে অভিষেক হয় তার, বিদায় নেন প্রথম রাউন্ডে। গ্র্যান্ড স্ল্যামে নিজের প্রথম দুটি জয়ই পেলেন তিনি প্যারিসে এসে। প্রথম রাউন্ডে হারান দ্বৈত র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর খেলোয়াড় চেক রিপাবলিকের কাতেরিনা সিনিয়াকোভাকে। পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন র‌্যাঙ্কিংয়ের ৫ নম্বর খেলোয়াড় স্তেফানোস সিৎসিপাস। স্পেনের রবের্তো কারবায়েস বায়েনাকে ৬-৩, ৭-৬ (৪), ৬-২ গেমে হারান গত অস্ট্রেলিয়ান ওপেনের রানার্সআপ এই গ্রিক তারকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত