মোরসালিন ও সাজ্জাদ প্রাথমিক দলে

প্রকাশ : ০১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার ‘রাডারে’ই ছিলেন দুজনেই। দুই ফরোয়ার্ড মতিন মিয়া ও সাদউদ্দিনের চোটে সুযোগও মিলে গেল তাদের। আসছে সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে মতিন ও সাদের জায়গায় ডাক পেয়েছেন শেখ মোরসালিন ও সাজ্জাদ হোসেন। চলতি মৌসুমে বসুন্ধরা কিংসে খেলছেন মিডফিল্ডার মোরসালিন। সাজ্জাদ সদ্য ফেডারেশন কাপ জয়ী মোহামেডান স্পোর্টিং ক্লাবের আক্রমণভাগের খেলোয়াড়। এই দুই তরুণকে ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হাসান আল মামুন, ‘চোটের কারণে সাদউদ্দিন ও মতিনকে পাচ্ছি না। এ কারণে প্রাথমকি দলে মোরসালিন ও সাজ্জাদকে ডাকা হয়েছে। দুজনেই চলতি মৌসুমে ভালো খেলেছে। আমাদের যে সম্ভাবনাময় ৫০-৬০ জনের একটা তালিকা আছে, সেখানে মোরসালিন ও সাজ্জাদ দুজনে খুব ভালোভাবে ছিলেন।