ইংল্যান্ডের ক্রিকেটেও যাবে সৌদি টাকা

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ইংলিশ প্রিমিয়ার লিগে বিনিয়োগ আছে সৌদি আরবের। দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড কিনে নিয়েছে। ফুটবলের পাশাপাশি ক্রিকেটে বিনিয়োগের কথা ভাবছে সৌদি আরব। এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও অর্থ ঢালতে চায় তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, ঋণ পরিশোধের অর্থায়নকারী খুঁজছে ইয়র্কশায়ার। ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত কাউন্টি ক্লাবটি সাবেক চেয়ারম্যান কলিন গ্রেভসের কাছে দেড় কোটি পাউন্ড (২০০ কোটি টকার বেশি) ঋণী। এছাড়া আয় কম হওয়ায় চলতি মৌসুমে খেলোয়াড়ু স্টাফদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ নিয়েও অনিশ্চয়তা আছে। তাই সৌদির সংস্কৃতিমন্ত্রী ও যুবরাজ বদর বিন আবদুল্লাহর সঙ্গে ইয়র্কশায়ারের আলোচনা চলছে।