ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আর্সেনালের হতাশা

ব্রাইটনের চমক এবং হালান্ড-লিভারপুল

ব্রাইটনের চমক এবং হালান্ড-লিভারপুল

গেল রোববার সন্ধ্যায় পর্দা নেমেছে প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমের। অধিকাংশ সময় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেও শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলে আর্সেনাল। শিরোপা জিতে নেয় ম্যানচেস্টার সিটি। মধ্যপ্রাচ্যের ধনকুবেরদের ক্লাবগুলো এবার ভালোই করেছে। আবুধাবি গ্রুপের সিটি হ্যাটট্রিক শিরোপা জিতেছে। সৌদি রাজপরিবারের মালিকানায় প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে নিউক্যসেল ইউনাইটেড। তবে চলতি মৌসুমে সবচেয়ে বেশি অর্থ খরচের পরও সাফল্যের দেখা পায়নি চেলসি। মৌসুম শেষে এখন হিসাবের পালা। গোলডটকম বের করেছে তেমনি কিছু জয়ী ও বিজয়ী।

প্রিমিয়ার লিগে ব্যর্থদের তালিকা করলে চেলসি মালিক টড বোহেল থাকবেন সবার ওপরে। অকাতরে অর্থ ঢেলে নিজেকে রীতিমতো হাস্যকর পর্যায়ে নিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের এ ধনকুবের। প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড খরচ করে শুধু বড় বড় তারকা নিয়ে এসেছেন, কিন্তু ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করেননি। ফলে এত খরচ করেও ব্যর্থ হয়েছে ক্লাবটি। প্রিমিয়ার লিগ জামানায় এবারই সবচেয়ে কম পয়েন্ট (৪৪) সংগ্রহ করে চেলসি। ১২ নম্বর হয়েছে তারা। সদ্য সমাপ্ত মৌসুমে তিনজন কোচ বদল করেছেন বোহেল। মাত্র ছয় ম্যাচ পর আচমকা টমাস টুখেলকে বরখাস্ত করেন তিনি। ব্রাইটনকে সফলতা এনে দেওয়া গ্রাহাম পোটারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়। তিনিও যখন সুবিধা করতে পারলেন না, মৌসুমের শেষ দিকে তাঁকে বরখাস্ত করে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে দায়িত্ব দেওয়া হয়। বোদ্ধাদের মতে, ফুটবল সম্পর্কে তেমন ধারণা না থাকার কারণেই বোহেল এমনটি করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত