আশরাফুলকে কোচ করবে বিসিবি

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হিসেবে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রাজি থাকলে আশরাফুলকে এইচপি ইউনিটে যুক্ত করতে আগ্রহী বিসিবি।

ব্যাট হাতে আশরাফুল মহাকাব্য লিখতেন, আশরাফুল মহাকাব্য লিখতেন সেই ২০০১ সাল থেকে। দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার তিনি। ২২ গজ দাপিয়েছেন দীর্ঘদিন। তবে সব কিছুরই শেষ আছে। আশরাফুলের খেলোয়াড়ি জীবনও শেষের পথে। জাতীয় দলে সবশেষ খেলেছেন এক দশক আগে। ঘরোয়া ক্রিকেটেও নন নিয়মিত। তাই ভবিষ্যতের কথা ভেবেই কোচিং বেছে নেন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। সম্প্রতি আরব আমিরাত থেকে আইসিসি লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন অ্যাশ। যার ফলে জুনিয়র লেভেল থেকে জাতীয় দল; সব পর্যায়ে কোচিং করাতে পারবেন তিনি। তাকে সুযোগ করে দিতে চায় ক্রিকেট বোর্ডও। হেড কোচ ডেভিড হেম্পের অধীনে গেলো মাসে শুরু হয়েছে এইচপি ক্যাম্প। সেই কোচিং প্যানেলে আশরাফুলকে যুক্ত করতে দেয়া হবে প্রস্তাব। এ সম্পর্কে বিসিবি পরিচালক ও এইচপি ইউনিটের ভাইস চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট পপুলার হয়েছে আইসিসি ট্রফি জেতার পর। আর ব্যক্তিগতভাবে কাউকে আইকন ভাবলে সেটা কিন্তু আশরাফুল। অনেক জনপ্রিয় ছিল ও, সম্প্রতি লেভেল থ্রি কোচিং করেছে। ওকে দেশের ক্রিকেটে ইনভলভ করতে পারলে সেটা দেশের জন্য অনেক ভালো হবে।’ জাতীয় দলের পাইপলাইনে অনেকেই আসছেন এইচপি থেকে। সবশেষ সংযুক্তি তাওহিদ হৃদয়। এই ব্যাটার নজর কেড়েছেন সবার। বর্তমান ক্যাম্পে থাকা ২৫ জনের প্রতিভা আছে। তবে ফল পেতে অপেক্ষা করতে বললেন এইচপির ভাইস চেয়ারম্যান। আকরাম বলেন, ‘অনেক প্লেয়ার আছে, যারা তাড়াতাড়ি জাতীয় দলে ঢুকে যায়। পড়ে আবার ঝরে পড়ে।